Posted: August 2, 2015 Filed under: ছবির সংবাদ, লাল সংবাদ/lal shongbad | Tags: পিকেকে, pkk Leave a comment
গত ২৪ ঘণ্টায় কুর্দি জনগণের উপর তুর্কি সরকারের সামরিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় কমিউনিস্ট কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে গেরিলারা ১৪ জন সেনা ও ২ জন পুলিশ অফিসারকে খতম করেছে। এছাড়াও গেরিলারা ৭ টি সামরিক যান ধ্বংস সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম জব্দ করে। এর মধ্যে ট্যাংকও রয়েছে।
অন্যদিকে, গত ৪৮ ঘণ্টায় ২ জন পিকেকে যোদ্ধা শহীদ হয়েছেন।