বাংলাদেশঃ “কৃষক মুক্তি সংগ্রামের হাওর আঞ্চলিক কমিটি গঠিত”

প্রেস রিলিজ

কৃষক মুক্তি সংগ্রাম

হাওর আঞ্চলিক কমিটি

মোবাইলঃ০১৮৭৫৬৯১৩৩৮

 

11903436_407263666123452_463936707_n

“কৃষক মুক্তি সংগ্রামের হাওর আঞ্চলিক কমিটি গঠিত”

১৪ আগস্ট’১৫, শুক্রবার কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে দিনব্যাপী কৃষক মুক্তি সংগ্রামের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে মোস্তাক আহমেদ মনিকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট হাওর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ববর্তী কমিটির আহ্বায়ক আমিনুল হক খোকন, পরিচালনা করেন কৃষক মুক্তি সংগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদুল ইসলাম। সম্মেলনে হবিগঞ্জ,সুনামগঞ্জ,ব্রাহ্মণবাড়ীয়া,নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি,পর্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় কৃষক মুক্তি সংগ্রামের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন কৃষক মুক্তি সংগ্রামের বন্ধুপ্রতিম সংগঠন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সুজন মিয়া ও নয়া গনতান্ত্রিক গণমোর্চার নেতৃবৃন্দ। বক্তারা প্রতি বছর কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষি পণ্যের ব্যয়ের সাথে সঙ্গতি না রেখে মূল্য নির্ধারণের ফলে হাওরাঞ্চলসহ দেশব্যাপী কৃষকের দূরাবস্থার জন্য এই দালাল শাসক শ্রেণির লুটেরা বৈশিষ্টকেই দায়ী করেন। একই সাথে হাওরের জমির ও জলের উপর কৃষকের ও মৎস্যজীবীদের অধিকার না থাকা, অতি উৎপাদনের কথা বলে কৃষির বিদেশমুখিতার জন্য মুনাফাখোরী শাসন ব্যবস্থাকেই প্রধানভাবে দায়ী করেন।পাশাপাশি আরও বলেন,স্থানীয়ভাবে হাওরাঞ্চলে মহাজনী বা দেড়ী সুদ ও এনজিওদের সুদি কার্যক্রমে হাওরাঞ্চলে কৃষক আজ নিঃস্ব হয়ে পড়েছে। নেতৃবৃন্দ হাওরাঞ্চলে কৃষকের এ দূরাবস্থার থেকে মুক্তির জন্য “মাছ ধরবেন যিনি,জলার মালিক তিনি”-এই নীতির ভিত্তিতে জলার ইজারাদারী ব্যবস্থা উচ্ছেদের দাবি তোলেন। কৃষকের সার্বিক মুক্তির লক্ষ্যে কৃষক-শ্রমিকের গণক্ষমতা প্রতিষ্ঠার বিপ্লবী রাজনীতির উপরও জোর দেন তারা।



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.