নেদারল্যান্ডে “বিপ্লবী ঐক্য”
Posted: January 11, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: নেদারল্যান্ড, বিপ্লবী ঐক্য Leave a commentনেদারল্যান্ডে একটি পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, সর্বহারা নারীবাদী সংগঠনের “বিপ্লবী ঐক্য” নির্মাণ করতে পেরে আমরা গর্বিত। নববর্ষের সুচনা লগ্নে সংগঠনটির যাত্রা একটি উল্লসিত ইভেন্ট ছিল। এ সময় অনুষ্ঠানে সদস্যরা বক্তব্য রাখেন- ফিলিপিন, ফিলিস্তিন, লেবানন থেকে পাঠানো লিখিত সংহতি বিবৃতি পড়ে শোনানো হয় এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তা দেখানো হয়। এই নববর্ষে একটি সামরিক অবস্থান নিয়ে যাত্রা শুরু করার বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে।
“বিপ্লবী ঐক্য” দীর্ঘজীবী হউক!
অনুবাদ সূত্রঃ
http://maoistroad.blogspot.com/2016/01/antiimperialistische-jugendorganisation.html