প্রতিদিন কমরেড সিরাজ সিকদারের কবিতা- (১৯) ‘বিহারী’
Posted: January 11, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad, সাহিত্য ও সংস্কৃতি | Tags: কমরেড সিরাজ সিকদারের কবিতা, বিপ্লবী কবিতা Leave a comment
বিহারী
অনেক অপেক্ষার পর
এলো ট্রেন।
যাত্রীদের উঠানামার চঞ্চলতা
কুলিদের হাঁকাহাঁকি।
তার পাশে চোখে পড়ে
অস্থিসার ছিন্নবস্ত্র-
কতগুলো বিভিন্ন বয়সের মেয়েদের
বোঝা নামানোর ব্যস্ততা-
হাঁক-ডাক।
বিবর্ণ-স্বাস্থ্যহীন- হাড়-বেরোনো
মনে হয় প্রাণ ওষ্ঠাগত
তবুও তারা কি কর্মব্যস্ত!
হয়তো দূর থেকে আনা গম-ডাব
বেচে সামান্য লাভে-
বাঁচার প্রহসন করছে তারা।
কেউ উঠে পড়ে আরেক চলন্ত ট্রেনে।
অনেক কষ্টে কেউ মাল উঠায়।
একজন পাদানিতে দাঁড়িয়ে
হাতল ধরে বুক দিয়ে
বস্তা ঠেলে রাখে।
কিন্তু ভারী বস্তা, শীর্ণ শক্তিহীন বক্ষ
ধারণ করতে পারে না।
চলন্ত ট্রেন থেকে
বস্তা সমেত পড়ে যায়-
আমি চমকে উঠি
আসন্ন দুর্ঘটনার সম্ভাবনায়।
পাশ দিয়ে যেতে যেতে
বাঙালী কুলি
তাকে সরিয়ে আনে
ট্রেনের পাদানী
তার পাঁজরার পাশ দিয়ে
চলে যায়।
ব্যথাকাতর মহিলার হাতে
পক্ককেশ বৃদ্ধা
হাত বুলায়।
এরা আমাদের দেশের বিহারী।
এদের বিষণ্ণ স্বরভাঙ্গা
কান্নারুদ্ধ
মৃত-শিশু কোলে মিছিল দেখেছি
ফাইস্যাতলায়।
মা-বোনদের অত্যাচার
আর নিরীহ লোকদের
সার বেঁধে গুলি করে হত্যার ঘটনা
শুনেছি ময়মনসিংহে
দিনাজপুরে
আরো অনেক স্থানে।
লাইনের ধারে
সারি সারি ঘর দেখেছি
ক্ষয়ে যাওয়া মাটির-দেয়াল সাক্ষী
শূন্য কলোনির সারি
অথচ, এখানেও প্রাণের স্পন্দন
ছিল এককালে।
পাক ফ্যাসিস্টদের সাথে
আওয়ামী লীগ ফ্যাসিস্টদের
কোন তফাৎ রয়েছে কি?