ফিলিপিনের মাওবাদী আর্মিতে যুবকদের যোগদান বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সরকারী বাহিনী
Posted: January 15, 2016 Filed under: অডিও-ভিডিও সংবাদ, লাল সংবাদ/lal shongbad | Tags: ছাত্র, ছাত্রী, তরুণ, তরুণী, ফিলিপাইন, ফিলিপিন, মাওবাদী, CPP, NPA Leave a commentফিলিপিনের সরকারের সম্মিলিত সামরিক বাহিনী (The Armed Forces of the Philippines-AFP/এএফপি), কর্ডিলেরা অঞ্চলে ফিলিপিনের কমিউনিস্ট পার্টির সশস্ত্র শাখা- নিউ পিপলস আর্মি(NPA)তে যুবকদের যোগদানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন নিয়োগপ্রাপ্ত এই যুবকদের অধিকাংশই রাজধানী ম্যানিলা থেকে আসছে।
এদেরই একজন কমান্ডার কুরিন, এই নারী গেরিলা ফিলিপিনের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ ছাত্রী, স্নাতক উত্তীর্ণ হবার পর তিনি ফরেন সার্ভিসে চাকরীর জন্যে আবেদন করেন। কিন্তু চাকরীতে ভাড়ায় কাজ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করে, নিউ পিপলস আর্মিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। আরেকজন নারী গেরিলা আছেন নাম- কারহা, তিনি ফূগাওয়ের কিউপিদিলিমানের সাবেক সাংবাদিক ও ছাত্রী । এমন আরো অনেক গেরিলা আছেন, যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নেয়ার পর রাষ্ট্রীয় বৈষম্য ও শোষণের কারণে মাওবাদী NPA আর্মিতে যোগ দেন।
একজন বিশেষজ্ঞ বলেছেন, সরকার তরুণদের মধ্যে অসন্তোষের মাত্রা বাড়িয়ে নিজেদের শত্রু তৈরি করছে।
কিন্তু The Armed Forces of the Philippines-AFP/এএফপি বলছে, কমিউনিস্ট দলে যুবকদের যোগদান করা থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে তথ্যমূলক শিক্ষার শক্তিশালী কার্যক্রম চলতে থাকবে।
অনুবাদ সূত্রঃ