ভারতঃ ছত্তিশগড়ে মাওবাদীদের বিস্ফোরণ, জখম SSB-র ২ জওয়ান
Posted: February 1, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: মাওবাদী, maoist Leave a commentমাওবাদীদের নিশানায় এবার এসএসবি (সশস্ত্র সীমা বল)। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হল SSB/এসএসবি-র দুই জওয়ান। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায়। পুলিশ জানায়, আইইডি বিস্ফোরণে গুরুতর জখম দুই এসএসবি জওয়ান হলেন, অয়ন মন্ডল এবং পরমানন্দ মৌর্য।
পুলিশ জানাচ্ছে, এদিন সকালে কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুরের রেল প্রকল্পের কাছে নিয়মমাফিক টহল চালাচ্ছিল এসএসবি-র জওয়ানেরা। টহল দেওয়ার সময় কাচ্চে এবং ভাইসমুদি গ্রামের মধ্যে জওয়ানেরা এলে আচমকা সজোরে একটি বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে গুরুতর জখম হন এসএসবি-র দুই জওয়ান। ঘটনার বৃত্তান্ত দিয়ে ভানুপ্রতাপপুরের এসপি বলেন, মাওবাদীরাই মাটির ৩০ মিটার নীচে একটি প্রেসার কুকারের ভিতর আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল। তার জেরেই এই বিস্ফোরণ। এই বিস্ফোরণে কনস্টেবল অয়ন মন্ডল এবং পরমানন্দ মৌর্য গুরুতর জখম হয়েছেন বলেও তিনি জানান। বর্তমানে এঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই মাওবাদীদের খোঁজে এলাকায় যৌথ অভিযান শুরু হয়েছে।
সূত্রঃ http://www.bengali.kolkata24x7.com/2-ssb-jawans-hurt-in-ied-blast-by-naxals.html