PCE(r) বন্দী কমরেড ডেভিড গারাবোয়া বনিল্লো ২৬শে মে ২০১৬ মুক্তি পেতে যাচ্ছেন

Autocolante-David-1024x353

৩০শে মে, ২০০৫ সালে আমি পোর্টবৌ জাতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হই এবং পাঁচ দিন ধরে আমার উপর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, কিন্তু আমি গর্ব করে বলতে পারি, তারা আমাকে নত করতে ব্যর্থ হয়।

২০০৮সালে কোর্ট আমাকে ‘একটি সশস্ত্র গ্রুপের সাথে একাত্মতার জন্যে’ ১১বছর ৬মাসের কারাদণ্ড দেয়। অথচ আমার বিরুদ্ধে কোন সশস্ত্র কাজে জড়িত থাকার বিন্দুমাত্র কোন প্রমাণ তারা দেখাতে পারেনি। আমাকে সহ অন্যানদের বিচার ও স্থানান্তরের জন্যে সোটো ডেল রিয়াল, নাভালকারনেড়ো, দুয়েনাস এবং ভিল্লেনা কারাগারে পাঠানো হয়।

বনিল্লোকে অবহিত করা হয়েছে যে, ২৬শে মে বৃহস্পতিবার ভিল্লেনা কারাগার থেকে তাঁকে মুক্তি দেয়া হবে।