নকশাল পরীক্ষাঃ সেনা ও পুলিশ কর্তৃক আদিবাসী নারীদের স্তন টিপে দেখা হচ্ছে তারা নকশাল কিনা?
Posted: March 11, 2016 Filed under: নারী, লাল সংবাদ/lal shongbad | Tags: নকশাল, নারী, বুকের দুধ, মাওবাদী, স্তন, maoist 2 Commentsপ্রিয়াঙ্কা শাণ্ডিল্য ও জি এস দিব্যা
গত ১২ই জানুয়ারি ২০১৬ সালে, ছত্তিসগড়ের সুকুমা জেলার পেদ্রাস গ্রামে রাষ্ট্রীয় ব্যাটেলিয়ন টহল দেয়ার সময় আদিবাসী নারীদের ‘নকশাল পরীক্ষা’ দেয়ার জন্যে যেতে বলে। এটা সরকারের একটা অন্তর্নিহিত নিয়ম যে, যদি কোন আদিবাসী নারী অবিবাহিতা হন তবে সে নকশাল। কারণ নকশালরা কখনো বিয়ে করে না। ‘নকশাল পরীক্ষা’য় একজন আদিবাসী নারীকে নকশাল নন এটা প্রমাণ করার জন্যে তাঁর স্তন থেকে দুধ বের করতে জোরপূর্বক বাধ্য করা হয়। কখনও কখনও সামরিক বাহিনীর সদস্যরা আদিবাসী নারীদের কাপড় ছিড়ে এবং তাদের স্তন টিপে অথবা কখনও কখনও নারীরা নিজেরাই তাদের জীবন রক্ষা করার জন্যে এই পরীক্ষা করতে বাধ্য হন। এই পরীক্ষাটি নির্বিচারে তাদের বয়সী সকল নারীর জন্য প্রযোজ্য এবং এমনকি স্তন্যদায়ী মায়েদেরও স্পর্শ করা হয়। যদি স্তন থেকে দুধ বের না হয় তবে তিনি নকশাল। এই পরীক্ষার জন্য রাষ্ট্রের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে, যারা বিবাহিত তাদের স্তনে দুধ থাকতে হবে এবং যাদের স্তনে দুধ আসে না তারা অবিবাহিত ও নকশাল। পুলিশ/সেনা টহলের সময় এটা খুব সাধারণ বিষয় যে আদিবাসী নারীদের বিবাহিত হিসেবে নিজেদের ভাষায় বর্ণনা করতে ‘মঙ্গলসূত্র’ পড়ে থাকতে হয়, কারণ তাদের প্রধান উদ্বেগ নিজেদের জীবন রক্ষা করা। এই ঘটনায় অর্ধ ডজন নারী আটক হয়েছে, যৌন নির্যাতন, পিটানো ও ধর্ষন করা হয়েছে এবং সেনারা পেদ্রাস গ্রামে এক নারীর হাতও ভেঙে দিয়েছে।
এই ধরনের বিষয়টি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগে ছত্তিসগড়ের সুকুমা ও দান্তেওয়াদা জেলায় ‘নকশাল পরীক্ষা’র দুটি ঘটনা রেকর্ড করা হয়। কিন্তু এটা মিডিয়ার মনোযোগ পায়নি কিংবা ফোরামে কোনো আলোচনা পর্যন্ত ওঠে নি, বিচার পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা !!
একজন আদিবাসী নারী যিনি বন্দুকের নলের মুখে যৌন নির্যাতিত, ধর্ষণ হচ্ছেন, তার নিজেকে টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম করছেন এর চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না।
এখানে প্রশ্ন- সম্মান, মর্যাদা ও নৈতিকতার নয়, বরং সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে বাঁচার।
অনুবাদ সূত্রঃ
- Bharat. 2016. अर्ध सैनिक बलों नें आदिवासी लड़कियों के स्तनों को निचोड़ कर जांच करी कि यह लडकियां शादी शुदा हैं या नहीं. Being Dalit. Accessed from http://www.beingdalit.com/2016/01/tribals-women-striped-to-check-whether-they-are-married-or-not.html on 17-01-2016.
- Dantewada@ Patrika. 2016. जवानों पर महिलाओं से अनाचार का आरोप. Patrika. Acessed fromhttp://epaper.patrika.com/693956/Patrika-Dantewara/16-01-2015#page/1/2 on 17-01-2016.
- स्तनों से दूध निचोड़ कर देना पडा़ मातृत्व का सबूत. Deshbandhu. Dantewada Article dated 15-01-2016.
- http://www.adivasiresurgence.com/naxalite-test-adivasi-women-as-the-subject-of-experiment-and-breast-milk-as-the-evidence/
- লেখকবৃন্দ টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের গবেষক।
ছত্তিসগড়ে মাওবাদীদের আইইডি(IED) বিস্ফোরণ, জখম ৫ জওয়ান
Posted: March 11, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: মাওবাদী, maoist Leave a commentশুক্রবার সকালে ছত্তিশগড়ের সুকমা জেলার বান্দা-কোন্টা জঙ্গলে মাওবাদী গেরিলাদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে জখম হয়েছে সিআরপিএফের পাঁচ জওয়ান। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ সিং জানায়, আইইডি বিস্ফোরণে জখম সিআরপিএফের পাঁচ জওয়ানের মধ্যে দু’জন ডেপুটি কম্যান্ডান্ট পদের আধিকারিকও রয়েছেন। এঁদের নাম, এস নিবাস এবং প্রভাত ত্রিপাঠী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ন’টা নাগাদ ছত্তিশগড়ের সুকমা জেলার বান্দা-কোন্টার জঙ্গলে টহল দিতে যান সিআরপিএফের ২১৭ ব্যাটেলিয়নের জওয়ানরা। মূলত মুরলিগুরা এবং বান্দার মধ্যে নির্মীয়মান রাস্তায় নিরাপত্তা দিতেই ওই জঙ্গলে যায় সিআরপিএফ বাহিনী। জওয়ানরা ক্যাম্প থেকে মাত্র ৫০০ মিটার দূরে যেতেই একটি আইইডি বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন দুই আধিকারিক সহ সিআরপিএফের টহলদারি পাঁচ জওয়ান। মাওবাদীরাই সেনা ক্যাম্পের অদূরে জঙ্গলে মাটির নীচে আইইডি বিস্ফোরকটি লুকিয়ে রেখেছিল এবং জওয়ানরা আইইডি-র টিগারে চাপ দিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
সূত্রঃ http://www.bengali.kolkata24x7.com/five-crpf-men-injured-in-ied-blast-in-chhattisgarh.html