RIMS এ MS এর সরকারী কোয়ার্টারে মণিপুরের মাওবাদীদের বোমা হামলার দাবী
Posted: April 4, 2016 Filed under: লাল সংবাদ/Red News | Tags: মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টি, MCP Leave a commentসশস্ত্র মাওবাদী কমিউনিস্ট পার্টি, মণিপুর গত ১লা এপ্রিল রাতে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(RIMS) এর MS-মেডিকেল সুপারিনটেনডেন্টের সরকারী কোয়ার্টারে বোমা হামলার দায় দায়িত্ত্ব নিয়েছে।
পার্টির প্রচার ও প্রচারণা সচিব কমরেড নন গ্লেন মেইতেই স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা বাহিনী দ্বারা সার্বক্ষণিক প্রহরারত MS(মেডিকেল সুপারিনটেনডেন্ট) এর সরকারী কোয়ার্টারে পার্টির যে সব মিলিশিয়া সাহসী বোমা হামলা চালিয়েছে তারা প্রশংসিত।’
RIMS’র পরিচালক, উপ-পরিচালক ও মেডিকেল সুপারিনটেনডেন্টকে প্রতিক্রিয়াশীল ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে বলেন- পার্টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালায় না কিন্তু স্বাস্থ্যসেবার নামে ব্যবসা চালানোদের পার্টি রেহাই দেবে না। তিনি এটাও পুনর্ব্যক্ত করেন যে, পার্টি ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে সতর্কবাণী হিসাবে MS এর বাসভবনে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
অনুবাদ সূত্রঃ kanglaonline.com