ফিলিপিনের মাওবাদীরা ৩ পুলিশ কর্মকর্তা ও ২ সেনাকে বন্দী করেছে

NPA1

গত ৩রা এপ্রিল রোববার ভোর ৬টার দিকে, ফিলিপিনের কমিউনিস্ট মাওবাদী নিউ পিপলস আর্মি(NPA)’র ১০ প্লাটুনের সদস্যরা মিন্দানাও অঞ্চলের ৭টি এলাকার জাতীয় মহাসড়কে চেক পয়েন্ট বসিয়েছে এবং পুলিশের ৩জন উর্ধ্বতন কর্মকর্তা ও ২জন সেনাসহ ৫ জনকে বন্দী করেছে। এ সময় তিনটি 9 mm পিস্তল, একটি .38 ক্যালিবার রিভলবার, তিনটি .45 ক্যালিবার পিস্তল এবং হ্যারিস রেডিও জব্দ করা হয়।

এসময় চেকপয়েন্টে মাওবাদী NPA’র সদস্যরা প্রতিক্রিয়াশীল নির্বাচনের নিরর্থকতা সম্পর্কে মোটর গাড়ি চালকদের অবহিত করতে তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে গেরিলা অঞ্চলের প্রতিক্রিয়াশীল নির্বাচন সম্পর্কে বলা হয়-

  • প্রার্থীদের ভোট ক্রয়, প্রতারণা এবং সন্ত্রাসবাদ সহ নোংরা রাজনীতি পরিহার করা উচিত।
  • প্রার্থীদের আগ্নেয়াস্ত্র বা সশস্ত্র রক্ষীবাহিনী আনা উচিত নয়।
  • প্রার্থীদের এনপিএ আন্দোলন এবং বিপ্লবী গণসংগঠনের বিরুদ্ধে নজরদারি করতে প্রচারণায় ব্যবহার করা উচিত নয় এবং
  • প্রার্থীদের- শাসানো বা ভোটারদের চাপ করা উচিত নয়।

 

অনুবাদ সূত্রঃ davaotoday.com



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.