তুরস্ক/কুর্দিস্তানে কমিউনিস্ট বিরোধী দমন চলছে
Posted: April 28, 2016 Filed under: অন্যান্য দেশ, গণযুদ্ধের সংবাদ, লাল সংবাদ/Red News | Tags: Özgür Gelecek, maoist, Partizan Leave a commentঅনূদিত –
গত ২৪ ও ২৫শে এপ্রিল Hozat এ অভিযান চালিয়ে বিপ্লবী সংগঠন DHF সঙ্গে যুক্ত ৭জন কর্মীকে গ্রেফতার করা হয়। Özgür Gelecek এবং Partizan এর ২৬ তারিখের কর্মসূচীতে যুক্ত কর্মীদের লক্ষ্য করে যখন ইস্তাম্বুলের/ Istanbul একাধিক জেলায় যুগপত অভিযান চলছিল, তখনই এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলে Partizan এবং Özgür Gelecek বিরুদ্ধে পুলিশী অভিযানে ২৯জনকে আটক করা হয়েছে।
এই মাসের শুরুর দিকে Elazig এ ৬ DHF সমর্থককে গ্রেপ্তার করার মাধ্যমে দমননীতির ধারাবাহিকতা অনুসরণ করা হচ্ছে ।
Advertisements