ফিলিপাইনঃ মাওবাদীদের সাথে শান্তি আলোচনা স্থগিত করল সরকার
Posted: May 27, 2017 Filed under: গণযুদ্ধের সংবাদ, ফিলিপাইন, লাল সংবাদ/lal shongbad | Tags: ফিলিপাইন মাওবাদীদে Leave a commentমাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ফিলিপাইন সরকার। শনিবার নেদারল্যান্ডসে মাওবাদীদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা বাতিলের ঘোষণা দেন সরকার পক্ষের আলোচকরা। সম্প্রতি মাওবাদীদের সশস্ত্র শাখা ‘নিউ পিপলস আর্মি’ (এনপিএ)-র পক্ষ থেকে দেশজুড়ে হামলা জোরদারের প্রেক্ষিতে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতেও আরেকটি শান্তি আলোচনা ভেস্তে যায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রায় ৫০ বছর ধরে ফিলিপাইনের ভূখণ্ডে নয়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এনপিএ। সরকারি বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘ লড়াইয়ে উভয় পক্ষের ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ এ সংঘাত থামাতে নরওয়ের মধ্যস্থতায় আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ। তবে মাওবাদীদের তৎপরতা জোরদারের মুখে সে আলোচনাও ভেস্তে গেলো। নেদারল্যান্ডসের আলোচনায় এনপিএ-র রাজনৈতিক শাখা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে ফিলিপাইন সরকারের আলোচনায় বসার কথা ছিল। ফিলিপাইনের প্রেসিডেন্টের উপদেষ্টা জেসাস দুরেজা বলেন, সরকার আলোচনা স্থগিত করেছে। কারণ মাওবাদীরা প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে-র শান্তি আলোচনায় সায় দেয়নি।
Advertisements