Posted: May 29, 2017 | Author: লাল সংবাদ/lal shongbad | Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: মাওবাদী |

মুঙ্গের আদালতে ৫ কমরেডকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস পেরিয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ধানবাদ শাখার ট্রেন চলাচল স্তব্ধ।
আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। ধানবাদ শাখার করমাবাদ রেললাইনে হয় এই বিস্ফোরণ। এদিনই ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগে রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কর্মাবাদ হল্ট স্টেশনের কাছে ডাউন লাইন উড়িয়ে দেয় তারা। এর জেরে রাঁচি-পটনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জমুইয়ে লক্ষ্মীপুরের কাছে আনন্দপুর গ্রামে উড়িয়ে দেওয়া হয় একটি মোবাইল টাওয়ার। এরপর গিরিডির মধুবন থানার ধাবাটাঁড়ের কাছে ডুমরি-গিরিডি রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। ভোরে বিরনি থানার গারাগুরুতে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রেও আগুন ধরিয়ে তারা। পরপর হামলার পরে ঝাড়খণ্ড জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
কর্মাবাদে রেল লাইনে মাওবাদী হানার জেরে গতকাল রাত থেকে দিল্লি-হাওড়া রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। কোডারমা স্টেশনে দাঁড়িয়ে ডাউন যোধপুর এক্সপ্রেস। হাজারিবাগ স্টেশনে দাঁড়িয়ে ডাউন কালকা মেল। রফিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ডাউন আনন্দবিহার বাই উইকলি। গুজহান্ডি স্টেশনে দাঁড়িয়ে ডাউন শিপ্রা এক্সপ্রেস। গয়া থেকে ছাড়ল রাজধানী এক্সপ্রেস। অনুগ্রহ নারাণপুর রোড থেকে ছাড়ল মুম্বই মেল।
সূত্রঃ https://www.kolkata24x7.com/maoists-blew-up-railway-tracks-at-under-dhanbad.html
Like this:
Like Loading...
Posted: May 29, 2017 | Author: লাল সংবাদ/lal shongbad | Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল, মাওবাদী |

অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল দুজনেই ১৬ই মার্চ মাওবাদী হামলায় নিহত ১২ জন সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করায় এর নিন্দা জানিয়ে তাদের সতর্ক করে দিয়েছে মাওবাদীরা। বলিউড তারকা অক্ষয় ১২ জওয়ানের প্রত্যেকের পরিবারকে ৯ লাখ টাকা করে ও লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ী সাইনা সাহায্য করেন পরিবার পিছু ৫০,০০০ টাকা করে।
সিপিআই(মাওবাদী) দক্ষিণ বস্তার সাব জোনাল ব্যুরো কর্তৃক হিন্দি ও আদিবাসী গোন্দ ভাষায় লেখা মাওবাদীদের প্যামফ্লেটে অক্ষয় ও সাইনার নাম করে সাবধান করা হয়েছে। বলা হয়েছে, “আমরা বিখ্যাত ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা, ক্রীড়াবিদ এবং সেলিব্রিটিদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন বিপ্লব এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে, পুলিশের অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়ান । সেলেব্রিটিদের সেই সব গরীব মানুষদের কথা আগে ভাবা উচিত যাঁরা দিনের পর দিন সশস্ত্র সেনাবাহিনীর হাতে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন। ভাবা উচিত সেই সব তফশীলি আদিবাসীদের কথা যাঁদের মানবিক অধিকার থেকে চিরবঞ্চিত করে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী কর্পোরেট হাউসের স্বার্থ দেখার কাজ করে, তাদের যেন কোনওভাবেই সাহায্য না করা হয়। তার থেকে বরং শোষক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মাওবাদীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মাওবাদীরা। জওয়ানদের পাশে দাঁড়ানো কখনওই উচিত হয়নি তাঁদের। জওয়ানরা কোনওভাবেই দেশের জন্যে প্রাণ দেননি। তাঁরা বড় বড় ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষার জন্যে কাজ করতেন। স্থানীয় গরিব মানুষদের উপর অত্যাচারের জন্যে তাঁদের উচিত শিক্ষা দিয়েছে পিপলস লিবারেশন গেরিলা আর্মি”।
প্যামফ্লেটে গো রক্ষা কর্মীদের ভূমিকার সমালোচনা করে অভিযোগ করে মাওবাদীরা বলেন যে, এসব গো রক্ষা কর্মীরা দরিদ্র দালিতদের এবং মুসলমানদেরকে গরু রক্ষা করার নামে হত্যা করছে।
ছত্তিসগড়ের বাস্তার জেলার দক্ষিণে দান্তেওয়াড়ার বয়লাডিলা এলাকায় পাওয়া গিয়েছে ওই প্যামফ্লেট। সংগঠনের অর্ধশতবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহভর উৎসব করছে মাওবাদীরা। সেই উপলক্ষ্যে এই প্যামফ্লেট ছাপিয়ে তারা বিলি করছে।

সূত্রঃ http://www.hindustantimes.com/other-sports/saina-nehwal-akshay-kumar-threatened-by-maoists-for-helping-slain-crpf-jawans-kin/story-6Oe4XIcPSv18D6hoKbhR0K.html
Like this:
Like Loading...