কলকাতাঃ অধ্যাপক জিএন সাইবাবা সহ সমস্ত রাজবন্দিদের মুক্তির দাবিতে APDR-র কনভেনশন

23722473_1740520889589158_4286254445300593613_n

দিল্লির প্রতিবন্ধী অধ্যাপক জি এন সাইবাবাকে অবিলম্বে মুক্তির দাবি তুললো মানবাধিকার সংগঠন APDR । মঙ্গলবার APDR-র উদ্যোগে ভারতসভা হলে এ বিষয়ে এক কনভেনশনের আয়োজন করা হয়। অধ্যপক সাইবাবা ছাড়াও এ রাজ্যে বিভিন্ন জেলে বন্দি থাকা সমস্ত রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও তোলা হয় APDR-র কনভেনশন থেকে। APDR-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয় এ রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার আগে সমস্ত রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির প্রতিশ্রুতি দিলেও তা পালন করেনি। জঙ্গলমহলের মানুষজনরা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন করার অপরাধে জেলে বন্দি আছেন বলে অভিযোগ করেন মানবাধিকার আন্দোলনের কর্মীরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় বলেন, গণতন্ত্র ও মানবাধিকারকে হত্যা করাই যে কোন শাসকের স্বাভাবিক রীতি হয়ে দাঁড়িয়েছে। সম্মিলিত প্রতিবাদ ছাড়া একে প্রতিহত করা সম্ভব নয় বলে তাঁর মত। মানবাধিকার আন্দোলনের কর্মী রঞ্জিত শূরও লাগাতার আন্দোলনের জন্য সাধারণ নাগরিকের কাছে আহ্বান করেন। সভায় বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মীরাও বক্তব্য রাখেন। সভায় যে প্রস্তাব গৃহীত হয় তার উপর ভিত্তি করে প্রতিবাদ ও গণ আন্দোলোনের কর্মসূচি নেওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

23659324_1740520916255822_7497680670095495979_n

23754655_1740521169589130_4995038612732600873_n23754918_1740521212922459_6453774101582647464_n

সূত্রঃ satdin.in



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.