মাওবাদী হামলায় নিহত ২ বিএসএফ জওয়ান
Posted: July 11, 2018 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad Leave a commentছত্তিশগড়ে IED বিস্ফোরণে নিহত দুই BSF জওয়ান। গত ৯ই জুলাই বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কানকের জেলার ছোট্টেবেদিয়া থানার দক্ষিণ মারবেদা ক্যাম্পে। মৃতদের নাম সন্তোষ লক্ষ্মণ ও বিজয়ানন্দ। কর্নাটকের বাসিন্দা এই দুই জওয়ান প্যারামিলিটারি ফোর্সের ১২১ নম্বর ব্য়াটেলিয়নের সদস্য ছিলেন।
ছত্তিশগড় পুলিশের DIG(অ্যান্টি নকশাল অপারেশন) পি সুন্দররাজ বলেন, ওই দুই জওয়ান ঘটনাস্থানে টহলদারি চালানোর সময় বিস্ফোরণ ঘটে।
দু’মাস আগেই দান্তেওয়াড়া এলাকায় মাওবাদীদের IED বিস্ফোরণে জখম হন CRPF-র ২৩১ নম্বর ব্যাটেলিয়নের দু’জন জওয়ান। ২০ মে ফের দান্তেওয়াড়ার চোলনার গ্রামে IED বিস্ফোরণে নিহত হয় ছ’জন জওয়ান।