ভারতে নকশালরা ২০শে ফেব্রুয়ারি থেকে ৫ রাজ্যে বন্ধ ডেকেছে …
Posted: February 15, 2015 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: উড়িষ্যা, কমিউনিজম, কমিউনিস্ট আন্তর্জাতিক, কমিন্টার্ন, কার্ল মার্কস, কার্ল মার্ক্স, ক্রসফায়ার, গণ-অধিকার সংগ্রাম কমিটি, চারু মজুমদার, চেরনোবিল, ছত্তিশগড়, জনগণের নিরাপত্তা, জ্বালানি, তৃতীয় আন্তর্জাতিক, দ্বন্দ্ব, দ্বিতীয় আন্তর্জাতিক, নকশাল, নেপালের কমিউনিষ্ট পার্টি-মাওবাদী, নেসার আহমেদ, নয়া গণতন্ত্র, পরমাণু দুর্ঘটনা, পরমাণু বিদ্যুৎ, পুষ্পকমল দহাল প্রচণ্ড, পেরু, প্রথম আন্তর্জাতিক, বাংলাদেশ, বার্ট্রান্ড রাসেল, বিপ্লব, বিপ্লবী রাজনীতি, বীজগণিত, মহারাষ্ট্র, মাও সে-তুঙ, মাওবাদ, মাওবাদী, মানবিকতা, মানুষ, মার্কসবাদ, মার্ক্সবাদ, মিথ্যা, মুখপাত্র, যুদ্ধ, রাজনীতি, রূপপুর, লাল পতাকা, লাল সংবাদ/lal shongbad, লালন ফকির, লেনিনবাদ, শ্রমিক আন্দোলন, শ্রমিকশ্রেণী, শ্রেণীসংগ্রাম, সংবাদ বিজ্ঞপ্তি, সংশোধনবাদ, সংস্কৃতি, সত্য, সত্যি, সভ্যতা, সমাজ বাস্তবতা, সমাজতন্ত্র, সর্বহারা, সর্বহারাশ্রেণী, সশস্ত্র, সাঁইজী, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, সাহিত্য, সিপিআই (মাওবাদী), সিরাজ সিকদার, সৃষ্টিতত্ত্ব, bangladesh, BBC, CALCUTTA, CHATTISHGARH, CNN, COMMUNISM, CPI-MAOIST, CPN-MAOIST, facebook, INDIA, ISIS, JHARKHAND, JSS, maoism, NEPAL, NEWS, PAKISTAN, PBCP, SOUTH ASIA, TIKKO, TKP, UP, UPDF, usa, WAR, WEST BENGAL Leave a commentবিশাখাপত্তনম : রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে সিপিআই (মাওবাদী) ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সহ পাঁচ রাজ্যে বন্ধ ডেকেছে। বৃহস্পতিবার টিওআই পাঠানো একটি প্রেস রিলিজে মাওবাদীদের কেন্দ্রীয় আঞ্চলিক ব্যুরো (CRb) মুখপাত্র প্রতাপ- ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে ধ্বংসাত্মক এবং গণবিরোধী নীতি বাস্তবায়নকারী হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , পি মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কে দায়ী করেন।
ভারতের গণযুদ্ধের লাল সংবাদঃ ১১/২/২০১৫
Posted: February 12, 2015 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: কমিউনিজম, কলিকাতা, গণযুদ্ধের সংবাদ, ঢাকা, প্রগতিশীল, ফেসবুক, বাংলাদেশ, বামপন্থী, ভারত, মাওবাদ, মাওবাদী, মাওবাদীদের, লাল, লাল সংবাদ/lal shongbad, সংবাদ, সংবাদপত্র, red newz Leave a comment-মঙ্গলবার ব্লগার জেসন সি কুপার ও এডভোকেট থুশার নির্মল সারথীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে এরনাকুলাম এর জেলা ও প্রিন্সিপাল সেশন আদালতের বিচারক এস মোহনদাস। যেহেতু এই মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে সেহেতু এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা হবেনা বলে আদালত জানায়।
-মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা নাগাদ উড়িষ্যার কালাহান্দি জেলার লাঞ্জিগড় এলাকায় মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। অল্প কিছু সময় গুলি বিনিময়ের পর মাওবাদীরা তাদের অস্ত্র ও গোলাবারুদ ফেলে রেখে পালিয়ে যায়। সিআরপিএফ সূত্রের দাবী, মাওবাদীদের পক্ষে থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
– মঙ্গলবার তামিলনাড়ু পুলিশের ১২ সদস্যের একটি দল তামিলনাড়ু-কেরালা সীমান্তের কাছে আদিবাসীদের গ্রামগুলোতে মাওবাদীদের দমনের উদ্দেশ্যে চিরুনী অভিযান চালায়। এসময় পুলিশ গ্রামবাসীদের কাছে সন্দেহভাজন মাওবাদীদের ছবি ও পুলিশের ফোন নাম্বার প্রদান করে। এছাড়া, সীমান্তের নিকটবর্তী থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি কেরালার আন্তঃরাজ্য সীমান্তের কাছে মাওবাদীরা হামলা চালায়।
সূত্রঃ newindianexpress.com/odishasuntimes.com/ thehindu.com