মালাকানগিরিতে ৩০ মাওবাদী গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে জার্মানিতে সভা
Posted: November 2, 2016 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: জার্মানি, মাওবাদী Leave a commentমালকানগিরিতে ৩০ মাওবাদীর নিহত হওয়ার প্রতিবাদে গত ২৯শে অক্টোবর বিকেলে জার্মানির বার্লিন-নিউকোলনে প্রতিবাদ সভা করেছে মাওবাদী সমর্থকরা। জনা ২৫ মাওবাদী সমর্থক ব্যানার ও হ্যান্ড মাইক নিয়ে মালকানগিরির ‘গণহত্যার’ প্রতিবাদ করে জানান দিলেন সিপিআই মাওবাদীদের পাশে সেদেশের মাও সমর্থকরা অন্তত রয়েছেন।
সূত্রঃ REDSPARK
জার্মানি থেকে ৬০০০ শরণার্থী শিশু-কিশোর গুম!
Posted: April 12, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: কিশোর, গুম, জার্মানি, শিশু Leave a commentজার্মানি থেকে মাতাপিতা বা অভিভাবকহীন হাজার হাজার শরণার্থী শিশু-কিশোর গুম হয়ে গেছে। গত বছর গুম হওয়া এসব শিশু-কিশোর অপরাধী এবং আদম পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে বলে আশংকা করা হচ্ছে। জার্মান সংবাদ সংস্থা ফাংক মেডিয়েন গ্রুপ এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৫ সালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার ৫,৮৩৫ শরণার্থী শিশু-কিশোর পশ্চিম ইউরোপীয় দেশটি থেকে গুম হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনই অনূর্ধ্ব-১৪ বছরের বলে খবরে উল্লেখ করা হয়। রহস্যজনকভাবে গুম হয়ে যাওয়া এসব শিশুর অধিকাংশই আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া, মরক্কো এবং আলজেরিয়া নাগরিক।
এসব শিশু-কিশোরের ভাগ্যে কী ঘটেছে বা তারা কোথায় আছে সে বিষয়ে জার্মান কর্মকর্তারা কিছুই জানেন না। জার্মান স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি দেশটির সরকার নিখোঁজ হয়ে যাওয়া প্রায় ৬০০০ শিশুর বিষয়টি সংসদকে অভিহিত করেছে।
গুম হওয়া শিশুদের সংখ্যা আরো কিছু বেশি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য কেন এসব শিশু হারিয়ে গেছে সে বিষয়ে কিছু বলেন নি জার্মান মুখপাত্র।
জার্মানিতে গণযুদ্ধের জন্য সমর্থন
Posted: July 27, 2015 Filed under: ছবির সংবাদ, লাল সংবাদ/lal shongbad | Tags: গণযুদ্ধের সংবাদ, জার্মানি, সমর্থন, People’s War Leave a comment