বাংলাদেশঃ চুয়াডাঙ্গায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(লাল পতাকা)’র সদস্যকে হত্যা করা হয়েছে
Posted: January 28, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: চরমপন্থি, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) Leave a commentচুয়াডাঙ্গায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(লাল পতাকা)’র সদস্য রবিউল ইসলাম রবিকে (৩৫) অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জীবননগর থানার পুলিশ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের একটি খালের ভেতর তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রবি আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে রবিউলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে রবিউলের ভাই মোফা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে মোবাইলফোনে ভালাইপুর মোড়ে রবিউলকে ডেকে নেয়। রবিউল ভালাইপুর মোড়ে গেলে সাদা পোশাকের একদল লোক হ্যান্ডকাপ লাগিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর বিভিন্ন থানায় যোগাযোগ করা হলে তারা রবিউলকে আটক করেনি বলে জানায়। সারারাত খোঁজাখুঁজির পর সকালে জানতে পারি রবিউলকে গুলি করে খুন করা হয়েছে।
সূত্রঃ risingbd
বাংলাদেশঃ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার গ্রেফতার
Posted: October 14, 2015 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) Leave a commentরবিবার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়াকে (৩৮) পাবনা জেলার আতাইকুলা থানার আলোকচর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলোকচর গ্রামের মোহাম্মদ আব্দুস সাত্তার এর ছেলে।
সূত্রঃ http://www.thedailystar.net/country/outlawed-party-leader-held-155452
বাংলাদেশঃ কুষ্টিয়ায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নিহত
Posted: October 3, 2015 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: চরমপন্থি, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) Leave a commentবাংলাদেশঃ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) দলের আঞ্চলিক নেতা সহ চার মাওবাদী গ্রেফতার
Posted: May 12, 2015 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: টাঙ্গাইল, পূর্ববাংলা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) Leave a commentটাঙ্গাইল সদর উপজেলা থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা) দলের আঞ্চলিক নেতা সহ চার মাওবাদীকে গ্রেফতার করেছে র্যাব ১২।
আটককৃতরা হলো, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা) দলনেতা আফজাল হোসেন (৩২), তার সহযোগী আবুল হোসেন (৪৫), আব্দুর রহমান (৩২) ও আবদুর রহিম (২৬)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল গ্রামে।
ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি) এর কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেগুনটাল গ্রামে আফজালের বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে আটকের চেষ্টা করলে সে র্যাবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে র্যাব তাকে দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে।তিনি আরো বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রাম দা, ১টি চাপাতি, ১টি কিরিজ ও ৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা ও অপহরণ মামলা রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রঃ
http://www.thedailystar.net/country/5-outlaws-arrested-arms-ammo-81566
http://www.manobkantha.com/2015/05/10/33651.php