ওড়িশায় মাওবাদী নেতাকে হত্যার প্রতিবাদে ৩০টি গ্রামের শতশত আদিবাসীর বিশাল সমাবেশ
Posted: June 10, 2017 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/Red News | Tags: ভূয়া এনকাউন্টার, মাওবাদী Leave a commentভূয়া এনকাউন্টারে মাওবাদী নেতা চিন্নাবাই’কে হত্যার প্রতিবাদে গতকাল ওড়িশার মালকানগিরি জেলার পপুলুরু’তে ৩০টি গ্রামের আদিবাসীদের শ্লোগান মুখরিত একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসীরা অভিযোগ করেন যে, আত্মসমর্পণকারী চিন্নাবাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
একজন প্রতিবাদকারী বলেন- “চিন্নাবাই পুলিশের কাছে আগেই আত্মসমর্পণ করেছিল। পুলিশের দাবিকৃত কথিত এনকাউন্টারে তাকে হত্যা করা হয়নি। তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা তার হত্যার প্রতিবাদ করছি, এভাবে কি তারা বিদ্রোহীদের সংস্কার করছে? এটা একটা ভূয়া এনকাউন্টার। এটা হত্যা।
অন্যদিকে, পুলিশ দাবি করে যে মাওবাদী নেতা ছিলেন চিন্নাবাই, তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে এবং গুলি বিনিময়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন এবং মালকানগিরি ও কোরাপুট জেলার কারাগারে বন্দী ছিলেন।
সূত্রঃ http://odishasuntimes.com/odisha-villagers-protest-killing-of-maoist-leader/
Advertisements