৭২ ঘন্টায় গড়চিরোলিতে ‘সংঘর্ষে’ নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ৩৭। প্রজাতন্ত্র কি পারে এইভাবে নিজের সন্তানকে ‘হত্যা’ করতে?
Posted: April 25, 2018 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: মহারাষ্ট্র, মাওবাদী Leave a commentমহারাষ্ট্রের গড়চিরোলিতে দুটি পৃথক ঘটনায় কাসানসুর এলাকায় পুলিসের গুলিতে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। দ্য হিন্দ্যুর রিপোর্ট অনুযায়ী, সোমবার আরো ১৫জন মাওবাদীর দেহ ভাসতে দেখা যায় ইন্দ্রাবতী নদীতে। পুলিস দাবি করেছিল রবিবার তাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৬জন মাওবাদী। রবিবারই ১৬জন মাওবাদীর দেহ উদ্ধার করেছিল পুলিস। অন্য একটি ঘটনায় সোমবার( ২৩ এপ্রিল) গড়চিরোলির জিমালগাট্টায় নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন ৪ মহিলা সহ ৬জন মাওবাদী। পুলিসের দাবি এটিও সংঘর্ষই ছিল।
রবিবার সকাল ৯ টা নাগাদ হওয়া ‘সংঘর্ষে’ নিহতের মধ্যে রয়েছেন মাওবাদীদের ২জন ডিভিশনাল কমিটিরও সদস্যও। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী নাগপুর থেকে ৩৫০ কিমি দূর ছত্তিশগড় মহরাষ্ট্র সীমানার এক গ্রামে C 60 ও CRPF এর যৌথ বাহিনী এই অভিযান চালায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অুনযায়ী মাওবাদীরা তখন সকালের জলখাবার খাচ্ছিলেন। সেই সময় চারদিক থেকে তাদের ঘিরে ফেলে পুলিস ও আধাসামরিক বাহিনীর লোকজন। যদিও পুলিসের দাবি আত্মসমপর্ণ করতে বলার পরও মাওবাদীরা গুলি চালায় পাল্টা গুলিতেই নাকি নিহত হয়েছেন ১৬জন মাওবাদী। মাওবাদী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষ এদেশে নতুন নয়। কিন্তু এত বড় ‘সংঘর্ষে’ পুলিস বা আধাসামরিক বাহিনীর একজনের আহত হওয়ার রিপোর্ট না থাকায় প্রশ্ন উঠছে ঘটনাটি ভুয়ো সংঘর্ষের নয় তো? মাও নেতা আজাদের নিহত হওয়ার জেরে হওয়া মামলায় ২০১১ সালে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল দেশের সন্তানদের(মাওবাদীরাও ) হত্যা করার অধিকার প্রজাতন্ত্রের নেই। দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণের কি কোন অর্থ আছে সরকারের কাছে?
সূত্রঃ satdin.in
ভারতে নকশালরা ২০শে ফেব্রুয়ারি থেকে ৫ রাজ্যে বন্ধ ডেকেছে …
Posted: February 15, 2015 Filed under: গণযুদ্ধের সংবাদ, ভারত, লাল সংবাদ/lal shongbad | Tags: উড়িষ্যা, কমিউনিজম, কমিউনিস্ট আন্তর্জাতিক, কমিন্টার্ন, কার্ল মার্কস, কার্ল মার্ক্স, ক্রসফায়ার, গণ-অধিকার সংগ্রাম কমিটি, চারু মজুমদার, চেরনোবিল, ছত্তিশগড়, জনগণের নিরাপত্তা, জ্বালানি, তৃতীয় আন্তর্জাতিক, দ্বন্দ্ব, দ্বিতীয় আন্তর্জাতিক, নকশাল, নেপালের কমিউনিষ্ট পার্টি-মাওবাদী, নেসার আহমেদ, নয়া গণতন্ত্র, পরমাণু দুর্ঘটনা, পরমাণু বিদ্যুৎ, পুষ্পকমল দহাল প্রচণ্ড, পেরু, প্রথম আন্তর্জাতিক, বাংলাদেশ, বার্ট্রান্ড রাসেল, বিপ্লব, বিপ্লবী রাজনীতি, বীজগণিত, মহারাষ্ট্র, মাও সে-তুঙ, মাওবাদ, মাওবাদী, মানবিকতা, মানুষ, মার্কসবাদ, মার্ক্সবাদ, মিথ্যা, মুখপাত্র, যুদ্ধ, রাজনীতি, রূপপুর, লাল পতাকা, লাল সংবাদ/lal shongbad, লালন ফকির, লেনিনবাদ, শ্রমিক আন্দোলন, শ্রমিকশ্রেণী, শ্রেণীসংগ্রাম, সংবাদ বিজ্ঞপ্তি, সংশোধনবাদ, সংস্কৃতি, সত্য, সত্যি, সভ্যতা, সমাজ বাস্তবতা, সমাজতন্ত্র, সর্বহারা, সর্বহারাশ্রেণী, সশস্ত্র, সাঁইজী, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, সাহিত্য, সিপিআই (মাওবাদী), সিরাজ সিকদার, সৃষ্টিতত্ত্ব, bangladesh, BBC, CALCUTTA, CHATTISHGARH, CNN, COMMUNISM, CPI-MAOIST, CPN-MAOIST, facebook, INDIA, ISIS, JHARKHAND, JSS, maoism, NEPAL, NEWS, PAKISTAN, PBCP, SOUTH ASIA, TIKKO, TKP, UP, UPDF, usa, WAR, WEST BENGAL Leave a commentবিশাখাপত্তনম : রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে সিপিআই (মাওবাদী) ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সহ পাঁচ রাজ্যে বন্ধ ডেকেছে। বৃহস্পতিবার টিওআই পাঠানো একটি প্রেস রিলিজে মাওবাদীদের কেন্দ্রীয় আঞ্চলিক ব্যুরো (CRb) মুখপাত্র প্রতাপ- ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে ধ্বংসাত্মক এবং গণবিরোধী নীতি বাস্তবায়নকারী হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , পি মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কে দায়ী করেন।