ফ্রান্সে বিপ্লবী সমাজতান্ত্রিক গেরিলা দল ETA বিরোধী অভিযান, গ্রেফতার ২ কমরেড

eta

স্পেনের উত্তরাঞ্চল ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকা নিয়ে পৃথক বাসকুই মাতৃভূমির দাবীতে সশস্ত্র সংগ্রাম রত দল Basque separatist group -ETA এর ২ জন কমরেডকে স্পেনিশ সিভিল গার্ডের সহায়তায় ফ্রান্সে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন – Iñaki Reta de Frutos(বিস্ফোরক বিশেষজ্ঞ ও সংগঠনের লজিস্টিক ব্যবস্থাপক) ও Xabier Goienetxea(২০১০ সালে পুলিশ সার্জেন্ট হত্যার দায়ে অভিযুক্ত)। ETA ২০১১ সালে আনুষ্ঠানিক ভাবে সশস্ত্র সংগ্রাম ত্যাগ করে কিন্তু তাদের দলের বিলুপ্তি ও অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানায়। ১৯৫৯ সালের ৩১শে জুলাই প্রতিষ্ঠিত ETA দলের মতাদর্শ হচ্ছে- বাসকুই জাতীয়তাবাদ ও বিপ্লবী সমাজতন্ত্র ।

সূত্রঃ http://www.english.rfi.fr/europe/20150709-two-arrested-raid-basque-separatist-group-eta