স্পেনে আন্তর্জাতিকতাবাদীদের বিরুদ্ধে নির্যাতন
Posted: February 1, 2016 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: Reconstrucción Comunista, YPG Leave a commentসামাজিক যোগাযোগ মাধ্যম এবং তারবার্তার রিপোর্টের মাধ্যমে জানা গেছে- স্পেনের পুলিশ- মাদ্রিদ, ভেলেন্সিয়া এবং বিলবাওয়ের ১১টি স্থানে ভোরের দিকে অভিযান চালিয়ে স্প্যানিশ মার্কসবাদী-লেনিনবাদী সংগঠন Reconstrucción Comunista এর সাথে যুক্ত ৯ জন সহ একজন তুর্কিকে গ্রেফতার করেছে।
এই অভিযানের লক্ষ্য ছিল, রোজাভার ফ্যাসিবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের জন্য আন্তর্জাতিক সমর্থনের বিরুদ্ধে। রয়টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি অনুসারে বলা হয়েছে যে, এই সব গ্রেফতারকৃতরা- “জনগণের নিরাপত্তা বাহিনী(YPG) বা প্রতিষ্ঠানটির সশস্ত্র শাখায় যোগ দিতে মানুষ পাঠানোর জন্যে তারা অন্যান্য ইউরোপীয় দেশের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করত।”
ছবির সংবাদঃ ইয়েজেদি প্রতিরোধ যোদ্ধা(YBŞ)
Posted: September 13, 2015 Filed under: ছবির সংবাদ, লাল সংবাদ/lal shongbad | Tags: pkk, YPG Leave a commentগত বছর আইএসআইএস সন্ত্রাসীরা ইয়েজেদি সম্প্রদায়ের পরিবারগুলোকে অপহরণ ও হত্যা করার পরে, তরুণ ইয়েজেদি নারীরা শিঙ্গালে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের সশস্ত্র করছে। এই সব নারীদের অধিকাংশই আইএসআইএস বন্দিদশা থেকে পালিয়ে আসা, তারা প্রতিশোধ নিতে চান। এই জন্যেই তারা YPG ও কমিউনিস্ট ‘পিকেকে’ দ্বারা প্রশিক্ষিত হচ্ছেন…
YPG কুর্দি যোদ্ধাদের ফ্রন্টলাইনের জীবন
Posted: August 1, 2015 Filed under: ছবির সংবাদ, লাল সংবাদ/lal shongbad | Tags: YPG Leave a commentরোজাভা বিপ্লবীদের দুর্ধর্ষ হামলায় পিছু হটছে আইসিস
Posted: June 24, 2015 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: YPG, YPJ Leave a comment
উল্লেখ্য যে, YPG আন্তর্জাতিক মুক্তি ব্যাটেলিয়নের সহযোগী সদস্য।
পূর্বসূত্রঃ https://lalshongbad.wordpress.com/2015/06/14/rojava/
ভারতঃ “চলে যাও অথবা মর” -বস্তারের পুলিশদের সতর্ক করে দিল মাওবাদীরা
Posted: April 29, 2015 Filed under: লাল সংবাদ/lal shongbad | Tags: খবর, নির্যাতন, বন্ধু, লাল সংবাদ, সাক্ষাৎকার, সিপিআই (মাওবাদী), BANGLA, bastar, BLACK MAN, BLACK PEOPLE, CHATRA, cpi, CRISIS, ECONOMY, facebook, GOOGLE, INDIA, INDIAN MAOIST, JOB, LAL, LAL SHONGBAD, LANGUAGE, LEADER, LIBERATION, LOVE, maoist, MKP, naxalism, plga, RED, RELATION, revolution, SOURCE, TIKKO, TKP, uk, UNDP, usa, VILLAGE, WEDDING, YPG Leave a commentকনস্টেবলকে অপহরণ ও খতমের দায়িত্ব স্বীকার করল মাওবাদীরা
ছত্তিসগড়ের বস্তার অঞ্চলের নিম্নস্তরের পুলিশদের চাকরী ছেড়ে দেয়ার অথবা “পিএলজিএ (People’s Liberation Guerrilla Army) এর গেরিলাদের হাতে মৃত্যুর” হুমকি দিয়েছে সিপিআই (মাওবাদী)।
মাওবাদীদের পশ্চিম বস্তার বিভাগীয় কমিটির সেক্রেটারি মাধভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অপহরণকৃত কনস্টেবল বীরা বসন্তকে হত্যার দায় স্বীকার করেছে মাওবাদীরা । ৭ই এপ্রিল তাকে অপহরণ করা হয় ও দুই সপ্তাহ পর বিজাপুর জেলায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিরস্ত্র বীরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গ্রামে যাচ্ছিলেন। কনস্টেবল বীরার অপহরণ বিজাপুরের স্থানীয় অধিবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের “নীরব প্রতিবাদের” দিকে ঠেলে দিয়েছে। তার মুক্তির জন্য স্কুলের বাচ্চারা প্রতিবাদ র্যালীর আয়োজন করেছে।
বীরার মৃত্যুর জন্য রাজ্য সরকার ও বিজাপুর পুলিশকে দায়ী করে মাওবাদী নেতা দাবী করেছেন, তার মুক্তির জন্য জেলা পুলিশ কোনরকম সংলাপে বসেনি। “তার বদলে, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি আয়োজন করার জন্য পুলিশ স্থানীয় অধিবাসী ও স্কুলের বাচ্চাদেরকে চাপ দেয়। আমাদের পার্টির নীতিমালায় নিরস্ত্র পুলিশদের হত্যা করার কোন বিধান নেই। আমরা অনেক জওয়ানকে মুক্তি দিয়েছি যারা নিরস্ত্র ছিল। তবে আমরা তাদের ছেড়ে দিতে পারিনা যারা জেনেশুনে জনগণের উপর নিষ্ঠুরতা চালায়। মাধভী বলেন, বীরা ছিল সেই ধরনের একজন পুলিশ”।
তিনি আরো বলেন, “সে ১০ বছরের বেশি সময় ধরে গণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করে আসছিল এবং অসংখ্য সাজানো এনকাউন্টার ও বিজাপুরের আদিবাসীদের গ্রামে হামলার নেতৃত্বে সে ছিল। সে গ্রামবাসীদের থেকে অর্থও আদায় করত”।
“বীরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গ্রামে যাচ্ছিল”- পুলিশের এ দাবীকেও অস্বীকার করেছেন মাওবাদী নেতা। মাধভীর দাবী, “সে আওয়াপল্লী এলাকায় আমাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে বিজাপুরের এসপির অফিসের দিকে যাচ্ছিল। সে জানত সে কী করছিল এবং তার মত একজন গণশত্রুকে ছেড়ে দেয়া আমাদের পক্ষে অসম্ভব ছিল”।
মাওবাদী নেতা সতর্ক করে দিয়ে জানান, “বিরার এই খতম বস্তারের সকল নিম্নস্তরের পুলিশদের প্রতি একটি সতর্কতা হিসেবে কাজ করবে। কর্পোরেটদের জন্য যুদ্ধ করা বন্ধ কর, -যারা আদিবাসী ভূমি দখল করার জন্য এখানে এসেছে। পুলিশের চাকরী বাদ দিয়ে অন্য কোন চাকরী যোগাড় কর যদি বস্তারে থাকতে চাও। তা না হলে PLGA এর হাতে মৃত্যুর জন্য তৈরী হও”।