চিলিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

CHILE -EDUCATION-PROTEST

চিলিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার চিলির রাজধানী সান্টিয়াগোতে ডাকা চলতি বছরের শেষ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় অন্তত ৬০ হাজার শিক্ষার্থীসহ শিক্ষকরাও। বিক্ষোভ চলাকালে তারা শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবি জানায়।

বিক্ষোভ চলাকালে বাঁধা দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোঁড়ে বিক্ষোভকারীরা। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।


চিলিতে পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর সংঘর্ষ

Students clash with riot police during a protest to demand Chilean President Sebastian Pinera's government to improve the public education quality, in Santiago, on May 8, 2013. AFP PHOTO/MARTIN BERNETTI

চিলিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীর সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার চিলির রাজধানী সান্টিয়াগোতে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থীসহ শিক্ষকরাও। শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করা হলেও এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

প্রেসিডেন্ট মিশেল ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে এবং ছাত্রদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়া হবে। কিন্তু এ প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় গত কয়েক বছর ধরে সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির হাজার হাজার শিক্ষক ও শিক্ষার্থী।

সূত্রঃ http://www.presstv.ir/Detail/2015/06/26/417545/Latin-America-Chile-Santiago-Confech–President-Michelle-Bachelet


চিলিতে সরকারের বিভিন্ন সংস্কার নীতির বিরুদ্ধে হাজারো জনগণের বিক্ষোভ

Students march during a protest to demand Chilean President Sebastian Pinera's government to improve the public education quality, in Santiago, on April 11,2013.AFP PHOTO/MARTIN BERNETTI        (Photo credit should read MARTIN BERNETTI/AFP/Getty Images)

c

চিলিতে সরকারের বিভিন্ন সংস্কার নীতির বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভে অংশ নেয় দেশটির শ্রমিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজকর্মীরা।

সরকারের শ্রমিক নীতি, শিক্ষা নীতি, মৎস্য নীতি এবং পেনশন পদ্ধতির সংস্কারের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়া হয়। বৃহস্পতিবার চিলির মধ্য প্রদেশের ওরিয়েন্ট এভিনিউয়ে এ বিক্ষোভ শুরু হয়ে পরে তা রাজধানীর সান্তিয়াগোর ৮টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার চেষ্টা করে।

এছাড়াও ইউনিভার্সিটি অফ চিলির সামনে বিক্ষোভ প্রদর্শন করে সরকারবিরোধীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুত্রঃ http://somoynews.tv/pages/details/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD


চিলিতে চলমান শিক্ষা ব্যবস্থা বিরোধী বিক্ষোভে শিক্ষার্থী ও শিক্ষকরা

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

চিলিতে সরকারে বিরুদ্ধে চলমান শিক্ষা ব্যবস্থা বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে দেশটির শিক্ষার্থী ও শিক্ষকরা।

বুধবার চিলির রাজধানী সান্টিয়াগোতে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থীসহ শিক্ষকরাও। বিক্ষোভ চলাকালে তারা দেশের শিক্ষা ব্যবস্থা সংশোধনের জন্য প্রেসিডেন্টের প্রতি আহবান জানান। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

প্রেসিডেন্ট মিশেল নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে এবং ছাত্রদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়া হবে। অথচ, ক্ষমতায় গিয়ে তিনি সেকথা রাখেননি।

সুত্রঃ http://www.ibtimes.co.uk/chile-riot-police-deploy-tear-gas-water-cannons-student-protest-santiago-turns-violent-photos-1505542


চিলিতে হিংস্র শ্রেণী সংগ্রাম

1

2

3

4ভাল্পারাইসোতে দোকান মালিকের মাদক চোরাকারবারির ছেলে কর্তৃক দুই ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, এতে হত্যার প্রতিবাদে প্রতিশোধ জঙ্গি আকারে রুপ নেয়।

5

6

7টোল বিরোধী সংগ্রামে তিল-তিল, লাম্পা এবং বাটুকো এলাকায় মহাসড়ক অবরুদ্ধ

 এই সপ্তাহের শুরুর দিকে ভাল্পারাইসোতে মৎস্য শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ