বেলা ভাটিয়া

বেলা ভাটিয়া

রাজ্য যখন গরম ও ভোটের উত্তাপ দুটোই ঊর্ধ্বমুখী ঠিক সেই সময়ে শহরে বাস্তরে মানবাধিকার লঙ্ঘনের উপর এক সভার আয়োজন  করেছিল পিপলস ফিল্ম কালেকটিভ নামে মাওবাদী তথা আদিবাসীদের লড়াইয়ের প্রতি সহানুভূতিশীল একটি সংস্থা। ছত্তিশগড় জুড়ে কেন্দ্রীয়  বাহিনী ও পুলিসের অত্যাচারের কিছুটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শোনালেন সেখানকার মানবাধিকার কর্মী বেলা ভাটিয়া। বাস্তরে আদিবাদী মহিলাদের ধর্ষণ ও যৌন লাঞ্ছনা থেকে শুরু করে ভুয়ো সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা বলে বর্ণনা করেন তিনি। আর এসব একটি পরিকল্পনার অধীন বলে দাবি করেছেন রাজ্য পুলিসের রোষের মুখে পড়া এই প্রবীন মানবাধিকার কর্মী। বেলা অবশ্য মাওবাদীদের দিকেও মানবাধিকার লঙ্ঘনের জন্য আঙ্গুল তুলেছেন। আয়োজকরা মুক্তাঙ্গন প্রেক্ষাগৃহ ভর্তি করতে পারায় অনুষ্ঠানের সাফল্য দাবি করতেই পারেন তবে নড়বড়ে তথ্য চিত্র আয়োজন করায় যে অনেকেই হতাশ হয়েছেন সে খবর কি তাঁরা রাখেন। আদ্যপান্ত কলকাতার এক অনুষ্ঠানে লিফলেটই বা ইংরেজিতে কেন? তাহলে কি শুধু ইংরেজি বলিয়েদের জন্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান?