RIMS এ MS এর সরকারী কোয়ার্টারে মণিপুরের মাওবাদীদের বোমা হামলার দাবী

BLAST-770x440

সশস্ত্র মাওবাদী কমিউনিস্ট পার্টি, মণিপুর গত ১লা এপ্রিল রাতে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(RIMS) এর MS-মেডিকেল সুপারিনটেনডেন্টের সরকারী কোয়ার্টারে বোমা হামলার দায় দায়িত্ত্ব নিয়েছে।

পার্টির প্রচার ও প্রচারণা সচিব কমরেড নন গ্লেন মেইতেই স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা বাহিনী দ্বারা সার্বক্ষণিক প্রহরারত MS(মেডিকেল সুপারিনটেনডেন্ট) এর সরকারী কোয়ার্টারে পার্টির যে সব মিলিশিয়া সাহসী বোমা হামলা চালিয়েছে তারা প্রশংসিত।’

RIMS’র পরিচালক, উপ-পরিচালক ও মেডিকেল সুপারিনটেনডেন্টকে প্রতিক্রিয়াশীল ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে বলেন- পার্টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালায় না কিন্তু স্বাস্থ্যসেবার নামে ব্যবসা চালানোদের পার্টি রেহাই দেবে না। তিনি এটাও পুনর্ব্যক্ত করেন যে, পার্টি ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে সতর্কবাণী হিসাবে MS এর বাসভবনে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

অনুবাদ সূত্রঃ kanglaonline.com


মণিপুরের গণযুদ্ধকে সমর্থন করুন!

manipur63rd

……মাওবাদী কমিউনিস্ট পার্টি, মণিপুর (MCP) দাবি করেছে, গত বুধবার সন্ধ্যায় ইম্ফলে দলের ক্যাডাররা  রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস(RIMS) এর কমপ্লেক্সের ভিতরে পাওয়া দুই হাত গ্রেনেড নিরাপত্তা কর্মীদের কাছাকাছি পেতে রেখেছিল। MCP এক বিবৃতিতে বলে, RIMS এর দুর্নীতিগ্রস্থ কিছু কর্মকর্তাদের অপকর্মকে সতর্ক করে দেয়ার জন্যে পার্টি ক্যাডাররা গ্রেনেড পেতে রেখেছিল।

অনুবাদ সূত্রঃ http://maoistroad.blogspot.com/2016/03/support-peoples-war-in-manipur.html


মনিপুরের মাওবাদীরা URF(C)’র চিহ্নিত ক্যাম্পে আক্রমণ চালিয়েছে

manipur63rd

পুলিশ জানাচ্ছে, পূর্ব ইম্ফল জেলার নাপেত পালিতে সন্দেহভাজন যোদ্ধারা সংযুক্ত বিপ্লবী ফ্রন্ট/ United Revolutionary Front (Chingkheinganba) সদস্যদের চিহ্নিত ক্যাম্পে আক্রমণ চালিয়েছে, যারা রাজ্য সরকারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে তাদের অপারেশন স্থগিত করেছে।

সন্দেহভাজন প্রায় ১০জন যোদ্ধা গত বুধবার রাতে ওই ক্যাম্পে ৩০মিনিট ব্যাপী অপারেশনের সময় অত্যাধুনিক অস্ত্র ও সজোরে বোমা নিক্ষেপ করে, যদিও কেউ আহত হয় নি, তবে প্রায় ১.৫লাখ  টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বলে একজন পুলিশ কর্মকর্তা জানায়।

পরের দিন সকালে ঘটনাস্থল থেকে ৪০টি খালি কেস সহ একটি অবিস্ফোরিত গ্রেনেড , আট রাউন্ড গুলি সহ একটি প্লাস্টিক AK-57 ম্যাগজিন, AK-57 এর সাতটি ও M 16 এর তিনটি প্রজেক্টাইল উদ্ধার করা হয় বলে পুলিশ জানান।

এদিকে, মাওবাদী কমিউনিস্ট পার্টি, মণিপুর, এক বিবৃতিতে গতকাল দাবি করেন যে, তারা এই হামলা করেছিল।

অনুবাদ সূত্রঃ http://www.business-standard.com/article/pti-stories/militants-attack-designated-camp-of-urf-c-in-manipur-116030401308_1.html


তুরস্কের শহীদ ১৭ জন মাওবাদী কমরেড স্মরণে –

তুরস্ক-কুর্দিস্তানের দারসিমের মেরকান অঞ্চলে ২০০৫ সালের ১৬ই জুন বৃহস্পতিবার থেকে ১৭ই জুন শুক্রবারের মধ্যে তুরস্কের ফ্যাসিবাদী রাষ্ট্রের সেনাবাহিনী মাওবাদী কমিউনিস্ট পার্টির ১৭ জন মাওবাদী কমরেডকে ঠাণ্ডা মাথায় হত্যা করে ও অন্য ৩ জনকে আহত করে। তুরস্কের মাওবাদী কমিউনিস্ট পার্টি(MCP) এর সাধারণ সম্পাদক সহ ৬জন কেন্দ্রীয় সদস্য এতে শহীদ হন। MCP-র কেন্দ্রীয় কমিটির পরিবর্ধিত সভার সময় আক্রমণটি ঘটে। প্রথমে রাষ্ট্র এই সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। পরে টেলিভিশন সংবাদে দেখানো হয়, রাষ্ট্র কর্তৃক আটক ১৭ জন গেরিলাকে হত্যা এবং অপর ৩ জনকে আহত করা হয়, এ সময় তাদের নাম প্রকাশ প্রত্যাখ্যান করা হয়।

মাওবাদী কমিউনিস্ট পার্টি(MCP)র শহীদ ১৭ জন মাওবাদী কমরেড

মাওবাদী কমিউনিস্ট পার্টি(MCP)র শহীদ ১৭ জন মাওবাদী কমরেড

শহীদ কমরেডদের নাম  –

Cafer Cangöz (MCP কেন্দ্রীয় সদস্য),

Aydýn Hanbayat (MCP কেন্দ্রীয় সদস্য),

Ali Riza Sabur (MCP কেন্দ্রীয় সদস্য),

Cemal Çakmak (MCP কেন্দ্রীয় সদস্য),

Ökkeþ Karaoðlu (MCP কেন্দ্রীয় সদস্য),

Gülnaz Yýldýz (MCP কেন্দ্রীয় সদস্য),

Okan Ünsal (Conference Security Unity Commander),

Berna Ünsal,

Alaattin Ataþ,

Kenan Çakýcý,

Taylan Yýldýz,

Ýbrahim Akdeniz,

Binali Güler,

Dursun Turgut,

Ahmet Bektaþ ,

Cagdas Can ve Ersin Kantar.

রাষ্ট্র কর্তৃক বিকৃত মৃতদেহ গুলি মর্গ থেকে মুক্তি দেয়ার পর, শহীদ গেরিলাদের জন্য শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ঐ সময় শহীদদের মৃতদেহের ছবি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তুরস্ক সেনাবাহিনীর সন্ত্রাস দমন ইউনিট প্রথমে গেরিলাদের উপর তীব্র নির্যাতন চালায় ও পরে হত্যা করে।

মাওবাদী কমিউনিস্ট পার্টি(MCP) ২০০৩ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়, এর আগে দলটিকে TKP-ML/ টিকেপি (এম-এল) বলা হতো । শীতকালের এই হামলাটি তুরস্কের মাওবাদীদের উপর ধারাবাহিক ব্যাপক নিপীড়ন ছাড়া আর কিছুই ছিল না। ঐ শীতকালীন সময়টিতে বিশেষ করে তুরস্ক-কুর্দিস্তানের দারসিমে তুরস্কের ফ্যাসিবাদী সেনাবাহিনীর ও পিপলস আর্মি TIKKO (যা তুরস্কের অন্যতম মাওবাদী দল TKP-ML এর নেতৃত্বাধীন) ও পিএলএ(পিপলস লিবারেশন আর্মি-MCP নেতৃত্বাধীন) এর মধ্যে অনেক বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এই সময়কালীন MCP-র ২০ জনেরও বেশী গেরিলা ও তুরস্কের কমিউনিস্ট পার্টি – মার্কসবাদী লেনিনবাদী(TKP-ML) এর ৩ জন গেরিলা কমরেড Cafer Kara, Aþkýn Günel ও Muharem Yiðitsoy শহীদ হন। পুরো শীতকাল জুড়েই তুরস্ক-কুর্দিস্তানের সর্বত্র দারসিম সিরনাক, ভান ও মূপ সহ বিভিন্ন এলাকায় তুর্কী সেনাবাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অনেক অপারেশন চালায়। এ ছাড়াও হাকাকীতে PKK/পিকেকে‘র অনেক গেরিলাকেও হত্যা করা হয়।


ভারতঃ ভূমিধ্বসে গ্রামবাসীদের মৃত্যুতে মনিপুর মাওবাদী পার্টির শোক

CLZ-Ot1WoAAMrCi

ইম্ফল, আগস্ট ২: গত ১লা চান্দাল জেলার যউমোল গ্রামে একটি বিশাল ভূমি ধ্বসে ২০ জন গ্রামবাসীর জীবন্ত মৃত্যুতে মাওবাদী কমিউনিস্ট পার্টি, মণিপুর গভীর শোক প্রকাশ করেছে।

মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক কমরেড নংলেন মেইতেই স্বাক্ষরিত এক বিবৃতিতে, মণিপুরে বৃষ্টির নিরবচ্ছিন্ন ভারী বর্ষণের কারণে সৃষ্ট শক্তিশালী বন্যার পানি আবাসিক বাড়ী ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের দুঃখ- দুর্দশার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

সরকারের পক্ষ থেকে সহায়তার অপেক্ষা ছাড়াই মাওবাদী পার্টি, বন্যা দ্বারা প্রভাবিত সকল গ্রামবাসীদের সম্ভাব্য সব সহায়তা প্রসারিত করার চেষ্টা করছে, পার্টি বাসস্থান এবং মৌলিক সুবিধা বঞ্চিত অভাবগ্রস্ত গ্রামবাসীদের সাহায্য করার জন্য জনগণের কাছে আবেদন করেন। গত কয়েক দিনের বৃষ্টিতে ভারী বর্ষণে ঊখড়ূল, থৌবাল ও ইম্ফল সহ অনেক জেলায় ঘর, ধানক্ষেত প্লাবিত হয়েছে। ভূমি ধ্বসের কারণে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে. এই ধরনের এমন একটি পরিস্থিতিতে সকলের জরুরী সাহায্যের প্রয়োজন ।

সূত্রঃ  http://kanglaonline.com/2015/08/maoist-mourns-death-of-villagers-in-landslide/


যুদ্ধক্ষেত্র থেকে পাঠানো মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টি (Maoist Communist Party-MCP) এর একটি প্রতিবেদন

mani

11427882_946682592061300_682535535_n

মণিপুরের চ্যান্ডেল জেলায় ভারতীয় মিলিটারিদের অপারেশন চলছে। এই কারণে চ্যান্ডেল জেলার জনসাধারণকে মণিপুরের অন্যান্য স্থান থেকে পৃথক করে দেখাটা কাপুরুষতা। মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টির জন্য চ্যান্ডেল জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কারণ পার্টির প্রথম গঠন ও রূপায়ণের পর এর প্রথম ভাইস চেয়ারম্যান কমরেড নাগামলেত বেইতে এ জেলা থেকেই এসেছিলেন। এখনো পর্যন্ত এই জেলাটিতে আমাদের পার্টি কমিটি পরিপূর্ণ ও বলিষ্ঠ সাংগঠনিক কাঠামো নিয়ে তার প্রভাব বজায় রেখেছে। এ জেলায় ক্ষুদ্র জাতিসত্তার কিছু যুদ্ধরত দল ভারতীয় আর্মির উপর হামলা চালানোর পর থেকে ভারতীয় আর্মি ক্রমাগত এই স্থানের নিরীহ জনগণের জীবন ভীতসন্ত্রস্ত ও বিপন্ন করে চলেছে।

চলমান শান্তিচুক্তির অজুহাতে সাসপেনশন অফ অপারেশনের (SoO) অধীনে কালো পোশাকধারী সশস্ত্র একটি গ্যাং ভারত সরকারের সাথে যোদ্ধাদের খোঁজে এখনো Search and Destroy অপারেশন চালিয়ে যাচ্ছে। চ্যান্ডেল জেলায় লড়াইরত মণিপুর মাওবাদী দলের ক্যাডারদের প্রদত্ত তথ্য অনুযায়ী, Suspension of Operation (SoO) এর আওতাধীন একটি সশস্ত্র কালো গ্যাং (Armed black gang) এর নেতৃত্বে আছে আর ভারতীয় আর্মি তাদের অনুসরণ করছে। এই গ্যাং এর নেতা মিনথাং, বাহিনীর শীর্ষ কমান্ডে আছে এবং থাংবই জ্যাকব আছে দ্বিতীয় শীর্ষ কমান্ডে; আর ভারতীয় আর্মি তাদেরকে পিছন থেকে অনুসরণ করছে। যদিও, শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য SoO এর অধীনে কিছু ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে বলে দাবী করা হয়েছে,  মূলতঃ তাদেরকে এই কথিত মিলিটারি অপারেশনে মানব রোবট হিসেবে ব্যবহার করছে ভারতীয় আর্মি। জ্যাকব থাংবই, তার গ্যাং ও ভারতীয় আর্মির মধ্যে যোগাযোগের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কারণ ভারতীয় আর্মির সদস্যরা স্থানীয় ভাষা বুঝতে ও বলতে পারে না। জ্যাকবই একমাত্র ব্যক্তি যে হিন্দি বুঝতে ও বলতে পারে।

মিনথাং ও জ্যাকবের নেতৃত্বাধীন এই প্রতিক্রিয়াশীল গ্যাংকে চ্যান্ডেল জেলার খামারোল গ্রামে ভারত সরকার নির্মিত একটি ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছে। Suspension of Operation (SoO)  কিংবা শান্তি চুক্তির অধীনে চুক্তি অনুযায়ী ভারতীয় আর্মির কথিত মাওবাদী নিধন অপারেশনে এই গ্যাংকে ব্যবহার করার অনুমতি নেই। চ্যান্ডেলের মানুষ খুব ভালভাবেই জানে মিনথাং ও জ্যাকব থাংবই United Kuki Liberation Front, (UKLF) এর সদস্য। মণিপুরের চ্যান্ডেল জেলার বিভিন্ন স্থানে অনেক পার্টি ক্যাডার ও পার্টির ইউনিট রয়েছে। মিলিটারিদের অপারেশন যেখানে চলছে সেখানে পার্টির সদস্যদের কেউ আহত বা জখম হয়নি। এনকাউন্টারে নেতৃত্ব দিতে ভয় পায় যে ভারতীয় আর্মি, তাদের দিক থেকে মণিপুরের বিপ্লবী পার্টিকে দমন ও পরাজিত করা অসম্ভব বিষয়।

বার্মার (মায়ানমার) সীমানায় মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টির একটিও ক্যাম্প নেই। পৃথিবীর যেখানে যতদিন মণিপুরিদের অস্তিত্ব আছে ততদিন পর্যন্ত মণিপুরের জাতীয় মুক্তি আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না কিংবা উপড়ে ফেলা যাবে না। মাসিক বেতনের জন্য ভারতীয় আর্মিতে যোগদানকারী যেসব ব্যক্তিকে সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশবাদী ভারত সরকার অপারেশনে পাঠাচ্ছে, তারা কোনদিন মণিপুরের জাতীয় মুক্তি সংগ্রামকে দমন করতে সক্ষম হবে না। মণিপুরে কী ঘটছে সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না রেখে, রণাঙ্গন কিংবা কাছাকাছি গ্রামগুলো থেকে অপারেশন সম্পর্কে কোন সঠিক তথ্য সংগ্রহ না করে কতিপয় মূল ধারার গণমাধ্যম ভারতীয় আর্মিকে শক্তিশালী বাঘে রূপান্তরিত করেছে। এ ধরণের ভাড়া করা প্রোপাগান্ডায় আস্থা রাখার ও আমলে নেয়ার কোন কারণ নেই। এই ধরনের ব্যক্তি ও তাদের কার্যকলাপকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যায়িত করেছেন কমরেড চেয়ারম্যান মাও। এর মধ্যে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল মণিপুরের স্থানীয় সাংবাদিকরা বাস্তব পরিস্থিতি চাক্ষুষ দেখছে অথচ মণিপু্রের গণমাধ্যমগুলো মূল ধারার গণমাধ্যমগুলোতে (জাতীয় গণমাধ্যম,  যেগুলো মণিপুর থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে) প্রকাশিত বানোয়াট তথ্যকে কপি কিংবা অনুবাদ করে পুনরায় মণিপুরে প্রকাশ করছে।

SoO এর অধীনে কালো গ্যাং এর নেতৃত্বে ভারতীয় আর্মি যেসব স্থানে অপারেশন চালাচ্ছে মূল ধারার গণমাধ্যমের সাংবাদিক, এমনকি মনিপুরী গণমাধ্যমের একজন সাংবাদিকও এখনো পর্যন্ত সেসব স্থা্ন পায়ে মাড়ায়নি। সুতরাং, গণমাধ্যমগুলোতে মিলিটারি অপারেশন নিয়ে যেসব সংবাদ ও তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো সবই করা হয়েছে ভারতীয় আর্মির মনোবল টিকিয়ে রাখার জন্য। ভারতে যেসব প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলো সব ভারতীয় বহুজাতিক সহযোগিতা গ্রহণ করছে। দুর্ভাগ্যবশত, এমন একটি গুরুত্বপূর্ণ মুহুর্তের সন্ধিক্ষণে মণিপুরের সাংবাদিকদের দায়িত্ব গ্রহণ করার যে নমুনা, তা অত্যন্ত লজ্জাজনক যা মণিপুরের ইতিহাসে কখনো দেখা যায়নি। এমন এক পরিস্থিতিতে যখন ভারতীয় মিলিটারিদের অপারেশন চলছে ও রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এ সময়টি স্থানীয় সাংবাদিকদের জন্য নিজেদের ঝুঁকি ও দায়িত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করার সর্বোৎকৃষ্ট সময়।

SoO এর অধীনস্থ কালো পোশাকধারী সশস্ত্র গ্যাংদের ব্যবহার করে পরিচালিত মিলিটারি অপারেশনের প্রকৃত চিত্র এখনো পর্যন্ত স্থানীয় গণমাধ্যম ও দখল হয়ে যাওয়া ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেনি। সুতরাং, অত্যাবশ্যকীয়ভাবে আমাদের বক্তব্যকে ছড়িয়ে দিতে হবে যাতে করে মণিপুরের জনগণ ও গোটা বিশ্বের মানুষ জানতে পারে ভারত সরকার কী ধরনের মেকী নাটক সাজাচ্ছে। ভারতের কোন গণমাধ্যম হয়তো আমাদের এই বিবৃতি প্রকাশ করবে না। সুতরাং, এই বিবৃতিকে সারা বিশ্বে প্রকাশ করার জন্য বিশ্বের সমস্ত মাওবাদী দলের কাছে আমরা আবেদন জানাচ্ছি।

চলমান মিলিটারি অপারেশন মণিপুর মাওবাদী কমিউনিস্ট পার্টির বিপ্লবী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না, এই বক্তব্যটি সারা বিশ্বের মানুষের কাছে মুক্তকণ্ঠে নিশ্চিতভাবে জানানো ও প্রচার করা হল।

সূত্রঃ

http://www.signalfire.org/2015/06/14/a-report-from-war-zone-of-manipur-mcp/