বাংলাদেশঃ যশোর কারাগারে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র ২ সদস্যকে ফাঁসি দেয়া হয়েছে

photo-1510887646

চুয়াডাঙ্গা জেলার মনোয়ার মেম্বর হত্যা মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ২ আঞ্চলিক নেতা মোকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে নিশ্চিত করেন সিনিয়র জেল সুপার কামাল আহমেদ।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে আব্দুল মকিম (৬০) ও একই গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে ঝড়ু (৬২)।

রাত সাড়ে ১০টার দিকে কারাগারের সামনে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। জেলখানার মূল ফটকের সামনের রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ ছাড়াও প্রশাসনের অনুরোধে আশপাশের দোকানপাট বন্ধ করতে দেখা যায়। পুলিশ ও কারারক্ষী ছাড়াও বিভিন্ন সংস্থার লোকজনের উপস্থিতি দেখা যায়।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, দুই আসামির ফাঁসি কার্যকরের লক্ষে চলতি সপ্তাহে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুই জল্লাদকে যশোরে এনে মহড়া দেওয়া হয়। রাত ১১টার দিকে দুইটি এ্যাম্বুলেন্স, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন কারাগারে যান।

সশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা ১৯৯৪ সালের ২৮ জুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের ইউপি সদস্য মনোয়ার হোসেনকে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই অহিম উদ্দিন বাদী হয়ে ২১ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ একযুগ পর ২০০৬ সালে ৩ আসামির ফাঁসি, ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৬ আসামির বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন আদালত। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে রিভিউ করলে এক আসামির ফাঁসি মওকুফ করা হয়।

সূত্রঃ http://www.banglanews24.com/national/news/bd/617868.details


র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ২ সদস্য নিহত

1496230903_01

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ২ সদস্য নিহত হয়েছেন।

এরা হলেন- উপজেলার বখশীপুর গ্রামের মাইদুল ইসলাম রানা (৪৫) ও বহরমপুরের আলিমুদ্দিন (৫৭)।

রানা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও আলিমুদ্দিন তার সহযোগী ছিলেন বলে র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে “উপজেলার কুশনা গ্রামের একটি মাঠে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০ থেকে ১২ জন বসে নাশকতার পরিকল্পনা করছিল বলে আমাদের কাছে খবর ছিল।

“র‌্যাবের একটি টহল দল রাত ১২টার দিকে সেখানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলিকবর্ষণ করে। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধ হয়।”

এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে রানা ও আলিমুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা মনির বলেন, ঘটনাস্থল থেকে দুটি রাইফেল, একটি নাইন এম এম পিস্তল, ১৪টি গুলি, একটি হাঁসুয়া ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সূত্রঃ bdnews24.com/samagrabangladesh/detail/home/1342546


রাজবাড়ীঃ কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(এমএল-লাল পতাকা)-র আঞ্চলিক প্রধান নিহত

92a2b76f06343764ecbedd266682c140-59171d071e047

রাজবাড়ীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান ও তার সহযোগী নিহত হয়েছেন। শনিবার (১৩ মে) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মার রাখাল গাছী চরে এ ঘটনা ঘটে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) বাহিনীর আঞ্চলিক প্রধান পাবনা জেলার জালালপুর গ্রামের সফি মুন্সির ছেলে রাকিবুল হাসান বাপ্পি (৩০) ও তার সহযোগী রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লালন মোল্লা (৩৩)।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি টুটু রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি রাম দা, দুইটি ছোরা, দুইটি এলজি, পিস্তল ও রাইফেলের ৬০ রাউন্ড গুলি, দুইটি মোবাইল, দুইটি টর্চ লাইট, একাধিক লিফলেট, দুইটি ঘড়িসহ মাদকদ্রব্য ও পানীয় উদ্ধার করা হয়।

আহত র‌্যাব সদস্যরা হলেন— ল্যান্স কর্পোরাল হারুন-অর-রশীদ, পিসি সিরাজুল ইসলাম। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে ক্যাম্পে ফিরে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

ফরিদপুর র‌্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পদ্মার এই দুর্গম চরাঞ্চলে অভিযান চালায়। সেখানে নিষিদ্ধ লাল পতাকা বাহিনীর সদস্যরা মিটিং করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এসময় র‌্যাব ১৩৭ রাউন্ড গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। অন্য সদস্যরা পালিয়ে যায়।

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (অপরাধ) সদর সার্কেল মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সূত্রঃ banglatribune


পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(লাল পতাকা) নেতার যাবজ্জীবন কারাদণ্ড

chuadanga_map_bangladesh

নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা জুয়েল রানা ওরফে সুজাউদ্দিন ওরফে জয়বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক মো. রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

জুয়েল রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, ২০০৯ সালের ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার আলোকদিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির পেছন থেকে একটি সাটারগানসহ ধরা পড়ে জয়বাবু। এরপর সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জুয়েল রানাকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন।

সূত্রঃ http://bdnews24.com/samagrabangladesh/detail/samagrabangladesh/1325612


পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্য গ্রেফতার

04-5509993-17

রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ বশির উদ্দিন নামে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)। শনিবার (০৪ মার্চ) ভোররাতে জেলা সদরের পাঁচুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। বশির জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজুল হক।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নং কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাঁচুরিয়া বাজার থেকে বশিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যগজিন, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বশির একজন অবৈধ অস্ত্রধারী এবং পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) বাপ্পী বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্রঃ https://rajbaribarta.com/5159

 


রাজবাড়ীতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্য গ্রেপ্তার

204720a

পুলিশ সূত্র বলছে, রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরীঘাট এলাকায় গত শুক্রবার দুপুরে চলছিল চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) জুলহাস গ্রুপের সদস্যদের গোপন বৈঠক। এ সময় সেখানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা হানা দিয়ে চরমপন্থী সদস্য মজিবর মণ্ডলকে গ্রেপ্তার করতে পারলেও অন্য সদস্যরা পালিয়ে যান। মজিবর মণ্ডল জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ধুনচির গোদার বাজার গ্রামের ওহেদ মণ্ডলের ছেলে।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেকুল ইসলামের নেতৃত্বে জৌকুড়া ফেরীঘাট এলাকার জনৈক সাঈদের বালুর চাতালে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ মজিবর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা সহ চারটি মামলা রয়েছে।

সূত্রঃ http://www.kalerkantho.com/online/country-news/2016/11/25/433602

 


ঝিনাইদহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) নেতা নিহত

h

ঝিনাইদহের হরিনাকুন্ডের ফলসি গ্রামের রাবার খেতে র‌্যাবের সঙ্গে পচা বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের নেতা শহিদুল ইসলাম পচা (৪৫) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা ও ১টি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

গত ১২ই আগস্ট ভোর ৪টার দিকে র‌্যাবের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত পচা একই উপজেলার পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর মনির আহম্মেদ জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার ফলসি গ্রামের রাবার খেতে শহিদুল ইসলাম পচা ও তার লোকজন নিয়ে গোপনে বৈঠক করছিল। এ সময় রাত ৪টার দিকে র‌্যাবের একটি টহলদল গোপন সংবাদ পেয়ে অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে পৌঁছলে তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দু-পক্ষের মধ্যে আধ-ঘন্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ সময় পচা বাহিনীর প্রধান শহিদুল ইসলাম পচা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে সময় বাকি সন্ত্রাসীরা অস্ত্র, গুলি, রামদা এবং হাঁসুয়া রেখে পালিয়ে যায়। র‌্যাব রাতেই নিহত সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করে হরিনাকুন্ডু হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, নিহত শহিদুল ইসলাম পচা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ব-বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা ছিল। তার বিরুদ্ধে হরিনাকুন্ডু থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ প্রায় ৮টি মামলা রয়েছে।

সূত্রঃ আমাদের সময় 

সাতক্ষীরায় আবারো কথিত ‘বন্দুকযুদ্ধে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র সদস্য গুলিবিদ্ধ


সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে ‘পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র নেতা নিহত


পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(এমএল-জনযুদ্ধ) এর সম্পাদক আব্দুর রশিদ মালিথা ও রিক্তা হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট

আব্দুর রশিদ মালিথা ওরফে তপন ওরফে দাদা তপন

আব্দুর রশিদ মালিথা ওরফে তপন ওরফে দাদা তপন

পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি(এমএল-জনযুদ্ধ) এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুর রশিদ মালিথা ওরফে তপন ওরফে দাদা তপন(৪৫)।  পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি(এমএল) থেকে বের হয়ে এসে ২০০৩ সালে দাদা তপন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) নামে নতুন পার্টি গঠন করেন।  ২০০৮ সালের ১৮ই জুন র‍্যাবের কথিত ক্রসফায়ারে জনযুদ্ধের নারী শাখার প্রধান রিক্তাসহ নিহত হন তিনি।

২০০৮ সালের ৮ই অগাস্টের প্রকাশিত সংবাদে বলা হচ্ছে তপন মালিথা এবং তার সঙ্গীনি রিক্তার মৃত্যু ক্রসফায়ার জনিত কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড, এবং একই সময়ে সেখানে কুষ্ঠিয়ার পুলিশ সুপার যখন বলেন, মাঝে মাঝে একজন কুখ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী ধরতে গিয়ে ১০ জন নিরীহ মানুষ খুন হয়ে যেতেই পারে তখন পুলিশকে মানুষের বন্ধু ভাববার কারণ খুঁজে পাই না।  একই প্রতিবেদনে র‍্যাবের ক্যাপ্টেন বলেছে- আমাদের নিরীহ ১০ জনকে খুন করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা ছিলো না, আমাদের যেকোনো মুল্য তপনকে হত্যা করতে হতো।  তপনকে খুন করা হয় ১৮ই জুন , সেদিন র‍্যাবের ভাষ্য ছিলো, গোপন সূত্রে খবর পেয়ে রিক্তার বাসার দিকে যাওয়ার সময় অতর্কিতে তাদের উপরে হামলা চালায় রিক্তার বাসায় অবস্থান নেওয়া সন্ত্রাসীরা।  পরে গোলাগুলি থামলে তারা উদ্ধার করে সেখানে তপন মালিথা মৃত- এবং তার শরীরে ৬টা গুলিবিদ্ধ হয়েছিলো।  একই সময়ে তার পাশে পড়ে ছিলো তার কথিত বান্ধবী রিক্তার লাশ- রিক্তার মাথা এবং পায়ে গুলি বিঁধেছিলো।  একই ঘটনা নিয়ে তপনের ভাই আকাশের বক্তব্য হচ্ছে- তাকে রাত দুইটার সময় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় রিক্তার ওখানে, সেখানেই তপন অবস্থান করছিলো। র‍্যাব অফিসার প্রথমেই আকাশকে লাথি মেরে ফেলে দেন এবং তার পাঁজরের হাড় ভেঙে দেন, এরপর আহত আকাশকে নিয়ে তারা রিক্তার বাসায় যান, সেখানে তারা ঠান্ডা মাথায় তপনকে খুন করেন, এবং পরবর্তীতে রিক্তার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় এবং একটা গুলি করা হয় পায়ে।  রিক্তা অবশ্য তপনের পরিচিত, এবং পরিচিতির কারণেই রিক্তাকে খুন হতে হয়, এমনি তে তার নামে কোনো থানায় কোনো মামলা নেই, তবে তার সবচেয়ে বড় অপরাধ তপন তার পরিচিত এবং তপনের মৃত্যু দিনে তপন তার সাথে অবস্থান করছিলো।  যদিও র‍্যাব নিশ্চিত হয়ে জানাতে পারে নি রিক্তা তপনের বান্ধবী কিংবা স্ত্রী- তবে তারা নিশ্চিত হয়েই খুন করতে এসেছে।  রিক্তার শরীরে আঘাতে আলামত খুঁজে পাওয়া গেছে সুরত হালের প্রতিবেদনে।  রিক্তা মৃত্যুর আগে প্রতিরোধ করেছিলো, নিজেকে বাঁচাতে চেয়েছিলো।

অধিকার রিপোর্ট

ঢাকা, আগস্ট ০৭(bdnews24.com) – পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর অনুসন্ধান বলছে, ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আব্দুর রশিদ মালিথা (দাদা তপন), তার সঙ্গী নাছিমা আক্তার রিক্তা মারা যাননি; র‌্যাব পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের।  বৃহস্পতিবার অধিকার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  অভিযোগ সম্পর্কে র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল গুলজার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মৃত্যুর ঘটনা সম্পর্কে আমরা আগেই বক্তব্য দিয়েছি। তারা বন্দুকযুদ্ধের সময়েই নিহত হয়।  এ সম্পর্কে তাই নতুন করে কিছু বলার নেই।” কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামে গত ১৮ জুন ভোররাতে গুলিতে নিহত হন চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা দাদা তপন (৪৮) ও তার সঙ্গী রিক্তা। র‌্যাব বিষয়টিকে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু দাবি করলেও ঘটনার প্রত্যক্ষদর্শী তপনের ভাই গোলাম হোসেন আকাশ ‘অধিকার’কে বলেন, “র‌্যাব সদস্যরা ১৮ জুন ভোররাতে বাড়ির ভিতরে ঢুকে তপনকে কাছ থেকে সরাসরি গুলি করে হত্যা করে।  ওই বাড়িতে থাকা রিক্তাকেও একইভাবে মাথায় ও পায়ের পাতায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।” কুষ্টিয়ার মুখ্য বিচারবিভাগীয় হাকিম আদালতের হেফাজতে থাকা অবস্থায় আদালতের পুলিশ পরিদর্শক জাফরের মাধ্যমে অধিকারের সঙ্গে কথা বলার কয়েকদিনের মাথায় ২৬ জুন আকাশও র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন।  আকাশ ‘অধিকার’কে জানান, ১৮ জুন রাত ২টার দিকে তিনি নিজের বাসার গেটে কড়া নাড়ার শব্দ পান।  গেট খোলার পর র‌্যাব সদস্যরা তার হাতে হাতকড়া পরিয়ে কোমরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।  এরপর বন্দুকের নল দিয়ে পাঁজরে আঘাত করে এবং উপুড় করে ফেলে বুট দিয়ে মাড়িয়ে তার বাম পা ভেঙ্গে দেওয়া হয়।  পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি-এমএল জনযুদ্ধের প্রতিষ্ঠার পর তপন অস্ত্র, গুলি ও রাজনৈতিক বইপত্র ভাইয়ের বাড়িতে রাখতেন বলে জানান ভাই আকাশ।  ঘটনা সম্পর্কে আকাশের স্ত্রী আজমেরী ফেরদৌসী আঁখি ‘অধিকার’কে জানান, গভীর রাতে দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রচুর র‌্যাব সদস্যে বাড়ি ভরে যায়।  তারা তার স্বামীকে অন্য একটি কক্ষে নিয়ে পেটাতে থাকে।  একপর্যায়ে আকাশ ঘরে থাকা দেড় হাজার গুলি, একটি পিস্তল, জনযুদ্ধের প্রায় পাঁচ হাজার মাসিক বুলেটিন ও রাজনৈতিক বইপত্র, একটি কম্পিউটার, ফ্যাক্স মেশিন ও প্রিন্টার বের করে দেন।  ভোর ৪টার দিকে একদল র‌্যাব সদস্য আকাশকে নিয়ে তপনকে খুঁজতে বাইরে চলে যায় এবং অন্য একদল বাড়ি ঘেরাও করে রাখে।  তিনি জানান, সকাল ৭টার দিকে র‌্যাব সদস্যরা আবার তার স্বামীকে নিয়ে ফিরে আসে।  র‌্যাবের পিটুনিতে আকাশের কপাল, বাহু মারাত্মকভাবে জখম ছিল এবং তার আঙ্গুল থেকে রক্ত ঝরছিল।  আঁখি অভিযোগ করেন, আকাশ প্রস্রাব করতে চাইলে হাতকড়া পরা অবস্থায় তাকে টয়লেটে নেওয়ার পর দেখা যায় তার মুত্রনালী থেকে রক্ত ঝরছে।  যন্ত্রণায় তিনি চিৎকার করছিলেন।  আকাশ স্ত্রীকে জানান, র‌্যাব তপন ও রিক্তাকে গুলি করে হত্যা করেছে।  ঘরের সব মালামাল জব্দ করে সকাল ১১টার দিকে আকাশকে নিয়ে চলে যায় র‌্যাব। তপনের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রিক্তার মা ঝিনাইদহ সদর উপজেলার আলেয়া বেগম (৪৫) জানান, তিন সন্তানের মধ্যে সবার ছোট রিক্তা (১৮) দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর সংসারের হাল ধরেন।  তিনি কুষ্টিয়া থেকে শাড়ি ও থ্রি-পিচ কিনে এনে তাতে হাতের কাজ করে ঝিনাইদহে বিক্রি করতেন।  আলেয়া বেগম জানান, হাতের কাজ ভালভাবে শেখার জন্য মারা যাওয়ার প্রায় এক মাস আগে আরো দুটি মেয়ের সঙ্গে রিক্তা কুষ্টিয়ায় একটি বাড়িতে ওঠে।  ১৮ জুন সকালে টেলিভিশনে মেয়ের মৃত্যর খবর পান তিনি।  সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব ও পুলিশের পাহারায় রিক্তার লাশ বাড়িতে আসে।  তার মাথায় ও পায়ে একটি করে গুলির চিহ্ন ছিল।  আলেয় বেগম দাবি করেন, তার মেয়ে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না।  থানায় তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডিও নেই। এরপরও মেয়ের কোনো অপরাধ থাকলে তার বিচার না করে কেন হত্যা করা হলো? গোলাগুলির পর ঘটনাস্থলে যাওয়া গ্রাম পুলিশ আনছার আলী জানান, তপনের বুকের বিভিন্ন জায়গায় এবং বাম বাহুতে মোট ছয়টি গুলি লেগেছিল।  তার পাশেই পড়ে ছিল রিক্তার লাশ।  রিক্তার অবস্থা দেখে মনে হচ্ছিল, মৃত্যুর আগে কারো সঙ্গে তার ধস্তাধস্তি হয়।  গুলিতে রিক্তার মাথার খুলি এবং মুখের ডান পাশ বিচ্ছিন্ন হয়ে যায়। রিক্তার মৃত্যু সম্পর্কে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল উদ্দিন সরদার ‘অধিকার’কে বলেন, “একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে মারতে গিয়ে ১০ জন ভাল মানুষ নিহত হলেও কিছু করার নেই।” এ সম্পর্কে র‌্যাব- ১২ এর ক্যাপ্টেন মাহমুদের ভাষ্যও একই রকম। ‘অধিকার’কে তিনি বলেন, “তপনকে মারতে গিয়ে আরো ১০ জন ভাল মানুষ মরলেও র‌্যাবের কিছু করার ছিল না।” তার দাবি, আকাশকে নিয়ে পাশের গ্রাম বাড়াদীতে অভিযান চালিয়ে র‌্যাব তপনের সন্ধান পায়।  র‌্যাব সদস্যরা তপনের বাড়িতে ঢোকার চেষ্টা করলে তপন ভেতর থেকে গুলি ছোড়ে।  র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে ভিতরে ঢুকে দেখতে পায় তপন ও রিক্তা নিহত হয়েছে।

সুত্রঃ

http://amader-kotha.com/page/491922

http://amader-kotha.com/page/492914