_79421885_maoistrebelschattiosap

ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানা লাগোয়া জেলাগুলির পুলিশের মধ্য আন্তঃরাজ্য সমন্বয় বৈঠক হল। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের পুলিশ লাইনে বৈঠকটি হয়। যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের ধানবাদ, রাঁচি, রামগড়, সরাইকেল-খাঁরসোওয়া, বোকারো এবং পূর্ব সিংভূম জেলার পুলিশ আধিকারিকেরা। এই রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম পুলিশ জেলার আধিকারিকেরাও যোগ দিয়েছিলেন বৈঠকে। উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) জ্ঞানবন্ত সিংহ, সিআইএফের আইজি অজয় নন্দ এবং জঙ্গলমহলের মাওবাদী উপদ্রুত এলাকার বিশেষ দায়িত্বপ্রাপ্ত অফিসার ভারতী ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই রাজ্যের পুলিশ আধিকারিকেরা এ দিন দু’টি বৈঠক করেন। পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার জানান, প্রথম বৈঠকটিতে নির্বাচনের আগে সীমানা লাগোয়া জেলাগুলির আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় বৈঠকে আলোচনা হয়েছে দুই রাজ্যের মাওবাদীদের বর্তমান গতিবিধি বিষয়ে। বৈঠকে যোগ দিতে এসেছিলেন ঝাড়খণ্ডের জামশেদপুরের এসএসপি অনুপ টি ম্যাথু এবং সরাইকেল্লার এসপি ইন্দ্রজিৎ মাহাতা। অনুপ টি ম্যাথু জানান, এই রাজ্যের ভোটের সময় ঝাড়খণ্ডের জেলাগুলিতে নজরদারি বাড়ানো হবে। দুই রাজ্যের মধ্যে মাওবাদী এবং দুষ্কৃতীরা যাতে কার্যকলাপ চালাতে না পারে সেই বিষয়েও নজর দেওয়া হবে। নির্বাচনের সময় ঝাড়খণ্ড পুলিশের তরফে সাহায্যের আশ্বাস দেন তিনি। জামশেদপুরের এসএসপি এ দিন দাবি করেন, সীমানা লাগোয়া সরাইকেল্লা এবং পূর্ব সিংভূম জেলায় মাওবাদীদের বিরুদ্ধে সম্প্রতি অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে ঝাড়খণ্ড পুলিশ।