জাপানে সশস্ত্র ধারার বামপন্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযান, গ্রেফতার ৬

kakurokyo-yokota-air-base-attack

জাপানের ইয়োকোটা এয়ার বেসে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী বামপন্থী  থেকে বেরিয়ে যাওয়া মূলধারার বাইরের একটি গ্রুপের ৩টি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গত ১৫ বছর ধরে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে মর্টার হামলার সঙ্গে এই বাম দলটির জড়িত থাকার ইতিহাস রয়েছে।

পুলিশ গত ২৩শে ফেব্রুয়ারি জাপানের ৩টি শহর টোকিও, ইউকোহামা ও ইছিকাওয়া শহরে অভিযান চালিয়ে ৬০এর দশকে সশস্ত্র কার্যক্রমে জড়িত ৬জন নারী ও পুরুষ কর্মীকে গ্রেফতার করে। পুলিশ ধারণা করছে এই গ্রুপের গোপন ‘বিপ্লবী সেনা’ সাম্প্রতিক সময়ের হামলাগুলোর সাথে জড়িত, বিশেষ করে ২০১৩ সালে পশ্চিম টোকিওর ইয়োকোটা এয়ার বেসে প্যারামিলিটারি হামলায় এদের সংযোগ রয়েছে।

অনুবাদ সূত্রঃ Throw Out Your Books