কমরেড বেলা দত্তের মৃত্যুতে ল্যাম্পপোস্ট-এর শ্রদ্ধা নিবেদন

22008442_1951260405114737_1942113275502804514_n

 

খবর বিজ্ঞপ্তি

২৯/০৯/২০১৭

কমরেড বেলা দত্তের মৃত্যুতে ল্যাম্পপোস্ট-এর শ্রদ্ধা নিবেদন।

আজ ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলন ও নক্সালবাড়ি আন্দোলনের নেত্রী, নক্সালবাড়ি আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড সরোজ দত্তের সহধর্মীনি ও সহযোদ্ধা, শহীদ সরোজ দত্ত স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক কমরেড বেলা দত্ত মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ৯৪ বছর পূর্ণ করে ৯৫-এ পরেছিল। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর দেহ কলকাতার পিজি হসপিটালে দান করা হয়, তিনি তাঁর চক্ষুও দান করে গেছেন। তথ্যসূত্র: কমরেড কোনাল দত্ত। ভারতবর্ষের কৃষি বিপ্লবে যে নতুন পথ কমরেড চারু মজুমদারের হাত ধরে রূপায়িত হয়েছিল তার প্রথম সারির সৈনিক যেমন কমরেড সরোজ দত্ত তেমনি বেলা দত্তের অবদানও উল্লেখযোগ্য। কমরেড বেলা দত্তের সাংগঠনিক কাজ, সাহস এবং আমৃত্যু আদর্শিক দৃঢ়তা নবীনদের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে এবং তাঁর এই চলে যাওয়ায় যে অসমাপ্ত কাজ রয়ে গেল তাকে সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত করাই হবে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ও শোককে শক্তিতে পরিণত করার সঠিক মাধ্যম। করেড বেলা দত্ত লাল সালাম।

মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ জিন্দাবাদ।

কমরেড চারু মজুমদারের শিক্ষা অমর হোক।

নয়াগণতান্ত্রিক বিপ্লব সফল হোক।

 

বার্তা প্রেরক

নাহিদ সুলতানা লিসা (০১৭৫৭২৮৪৫৫৮)

সম্পাদক – ল্যাম্পপোস্ট


প্রয়াত নকশাল আন্দোলনের বিশিষ্ট সমর্থক বেলা দত্ত

22008442_1951260405114737_1942113275502804514_n

তেভাগা আন্দোলন থেকে নকশাল বাড়ির সত্তরের দশককে মুক্তির দশকে বদলে দেওয়ার উদাত্ত আহ্বানে অনেকের মতো আলোড়িত হয়েছিলেন তিনিও, তাঁকেও ছুঁয়ে দিয়েছিল ভারত জুড়ে সাম্য সমাজের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তব করতে তিনিও ছুটে গেছিলেন গ্রাম থেকে গ্রামান্তরে। হয়ে উঠেছিলেন নকশাল আন্দোলনের বিশিষ্ট নেত্রী তিনি, বেলা দত্ত সম্পর্কে যিনি ছিলেন নকশাল আন্দোলনের অন্যতম প্রধান নেতা সরোজ দত্তের স্ত্রী। বেলা দত্ত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, শুক্রবার সকালে তাঁর মৃত্যু হল। বেলা দত্তের মৃত্যু প্রগতিবাদী আন্দোলনের অনেক ঐতিহ্যকে স্মৃতিতে পরিণত করলো বলে তাঁর শুভানুধ্যায়ীদের অভিমত।

সূত্রঃ satdin.in