ঝাড়খণ্ডে ‘অক্টোবর বিপ্লবের শতবর্ষ’ উদযাপনের সময় মাওবাদী অভিযোগে ৮০০জন গ্রেফতার

Soviet-poster

গত ৭ই নভেম্বর ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিধি জেলায় তিনটি বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের উদ্যোগে ‘মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ’ উদযাপনের সময় মাওবাদী অভিযোগে পুলিশ প্রায় ৮০০জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটার ১ সপ্তাহ পর মিডিয়াতে এসেছে।

স্থানীয় মিডিয়া জানাচ্ছে, ‘প্রায় ১০,০০০ লোকের একটি শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে মাওবাদী অভিযোগে ৮০০ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও সমাবেশটি কোনও প্রকৃত হুমকির মুখোমুখি ছিল না’।

শ্রম ইউনিয়নের স্থানীয় নেটওয়ার্কের সভাপতি একটি প্রেস রিলিজ জারি করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, গ্রেফতারকৃত কর্মীদের ও তাদের নেতাদের- শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা এবং স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে এই গ্রেফতার ষড়যন্ত্রটি হয়।

শ্রমিকরা বলেন, ব্যবস্থাপনা ও স্থানীয় কর্তৃপক্ষ- শ্রমিকদেরকে গ্রেফতার করে, মিথ্যা মামলা দায়ের করে তাদের শাস্তি প্রদান করতে চায়। অনুরূপভাবে, ‘মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ’ উদযাপন থেকে শ্রমিক সংগঠনকে বিরত করার লক্ষ্যে এই গ্রেফতার করা হয় বলে শ্রম ইউনিয়নের কমিটির সভাপতি বাচ্চু সিং বলেন।

গ্রেফতারকৃত সকলকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন বিভাগের অধীন গ্রেফতার করা হয়েছে। অক্টোবর বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে সারা ভারতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু পুলিশ শুধুমাত্র ঝাড়খন্ডের বিষয়ে রিপোর্ট করেছিল যে, ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)’র ছায়া সংগঠনের মাধ্যেমে ‘মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ’ অনুষ্ঠানটি করা হচ্ছিল।

 

সূত্রঃ https://sputniknews.com/asia/201711151059134042-arrests-india-rally/

 


বিপ্লবী চলচ্চিত্রঃ Battle for Sevastopol

battle-for-sevastopol-poster

‘ব্যাটেল ফর সেভাস্তপোল’ মূলত জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত নারী রুশ স্নাইপার ‘লুদমিলা পাবলিচেঙ্কো’র বিপ্লবী জীবন নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। লুদমিলা, মাত্র ২৪ বছর বয়সে ২য় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রেড আর্মির একজন স্নাইপার সদস্য হিসেবে নাৎসি/জার্মানি’র বিরুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে তিনি একাই ৩০৯জন নাৎসি সেনাকে স্নাইপার শটে হত্যা করেন। তাকে বলা হয়, ২য় বিশ্বযুদ্ধের এবং এ যাবতকালের সবচেয়ে ভয়ংকর স্নাইপার এবং ইতিহাসে সবচেয়ে সফল নারী স্নাইপার। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।

 


কলকাতাঃ আগামী ৬ই ডিসেম্বর ‘সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ’ বিরোধী মিছিল

23517961_1604401949675097_8880742455548364543_n

১৯৯২ সা‌লের ৬ই ডি‌সেম্বর ঐতিহা‌সিক বাব‌রি মস‌জিদ ভে‌ঙে‌ছিল উগ্র হিন্দুত্ববাদী আরএসএস-‌বি‌জে‌পি-সংঘ প‌রিবা‌রের গেরুয়াবা‌হিনী;  আজ সেই গেরুয়া বা‌হিনী দে‌শের মসন‌দে ব‌সে অত্যাচার না‌মি‌য়ে আন‌ছে দে‌শের সাধারণ জনগ‌ণের উপ‌রে, দেশ লুটা পুঁ‌জিবাদী‌দের দালাল ওই গেরুয়া ফ্যা‌সিবাদী‌দের নিশানায় দে‌শের শ্রমিক-কৃষক, আদিবাসী-সংখ্যালঘু মানুষ, নিশানায় প্রগ‌তিশীল ও গণতা‌ন্ত্রিক মানু‌ষের কন্ঠস্বর…
এমতাবস্থায়, বাব‌রি মস‌জিদ ধ্বং‌সের ওই কুখ্যাত দিন‌কে স্মর‌ণে রে‌খে যৌথ উদ্যো‌গে মি‌ছিল-

আগামী– ৬ই ডি‌সেম্বর, ২০১৭

শিয়ালদা থে‌কে শ্যামবাজার…
সাথী, পা মেলান আপ‌নিও…