বাংলাদেশের লাল সংবাদ –

বাংলাদেশ – 

জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, জাতীয় গণফ্রন্ট
কেন্দ্রীয় সমন্বয় কমিটি
কার্যালয়ঃ ৩৩, তোপখানা রোড, মেহেরবা প্লাজা (জি- ৪, ৫ম তলা), ঢাকা- ১০০০।
মোবাইল: ০১৭১৩০৬৩৭৭৬, ০১৯১৫২২১৯৮০, ০১৭১২৬৭০১০৯, ০১৭১১৯৭০৫১২

তারিখঃ ২৭.০২.১৫
প্রেস বিজ্ঞপ্তি

ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করা ও ধর্মীয় প্রতিক্রিয়াশীলতাকে পরাজিত করা একই সূত্রে গাঁথাÑ ৪ সংগঠন

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ আহ্বায়ক মাসুদ খান এক যৌথ বিবৃতিতে মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দেশে প্রগতিশীল চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে নিশ্চিহ্ন করতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করা ও ধর্মীয় প্রতিক্রিয়াশীলতাকে পরাজিত করা একই সূত্রে গাঁথা।
নেতৃবৃন্দ অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, জনগণের হাতে ক্ষমতা আনতে ও জনগণের সরকার-সংবিধান-রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জনগণকে রাজপথে নামাতে হবে।

জাতীয় মুক্তি কাউন্সিল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কার্যালয়ঃ ৩৩, তোপখানা রোড, মেহেরবা প্লাজা (জি- ৪, ৫ম তলা), ঢাকা- ১০০০। মোবাইল: ০১৭১৩০৬৩৭৭৬

তারিখঃ ২৭.০২.১৫

অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার দাবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীকে
এ ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে
জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন ২৬.০২.২০১৫ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট সম্মুখে একদল দুর্বৃত্ত কর্তৃক মুক্তমনা বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে হত্যা ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করবার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, জনগণের জানমালের রক্ষায় হাসিনা সরকার যে ব্যর্থ এ ঘটনা তার এক দৃষ্টান্ত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলা একাডেমীর গ্রন্থমেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় এভাবে বর্বরোচিত হত্যাকান্ড সংঘটিত হতে পারে এবং হত্যাকারীরা নির্বিঘেœ পালিয়ে যেতে পারে তা অবিশ্বাস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীকে এ ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে, দেশে ফ্যাসিবাদী শাসন বহাল রেখে ধর্মীয় প্রতিক্রিয়াশীল শক্তিকে রোখা যাবে না। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ হবে না।

বিবৃতিতে মুক্তমনা বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে অভিজিৎ রায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সুত্র – https://www.facebook.com/faiezulhakim?fref=ts


নেপালের লাল সংবাদ-

en-banner

নেপালের লাল সংবাদ-

  • ২৮শে ফেব্রুয়ারি দলের প্রায় ২ লাখের মত নেতা ও সমর্থকদের নিয়ে রাজধানী কাঠমান্ডুতে র‍্যালি প্রদর্শন করা হবে বলে ২৭শে ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে নেপালের বিরোধীদল ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি-মাওবাদী (UCPN-M) এর নেতৃত্বাধীন ৩০ দলীয় জোট। গণপরিষদে গৃহীত ভোটের প্রক্রিয়া বাতিল ও পূর্বের চুক্তি অনুযায়ী সর্বসম্মতিক্রমে সংবিধানের খসড়া প্রণয়নের দাবীতে এ শোভাযাত্রার ডাক দিয়েছে ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি-মাওবাদী (UCPN-M) এর নেতৃত্বাধীন ৩০ দলীয় জোট। দলের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় ইউসিপিএন-এম থেকেই ১ লাখের মত কর্মী একত্র করার দাবী জানানো হয়েছে। এছাড়া অন্যান্য দলগুলোর প্রতিটি থেকে ১৫ হাজারের মত কর্মী যোগদান করবে বলে জানা গেছে।

সূত্রঃ ekantipur.com

images

  • ২৮শে ফেব্রুয়ারি ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি অফ নেপাল- মাওবাদী (UCPN-Maoist) এর নেতৃত্বাধীন ৩০ দলীয় জোট কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে র‍্যালি বের করে। ইউসিপিএন-এম (UCPN-Maoist) এর চেয়ারম্যান পুষ্প কমল দহলের নেতৃত্বে কমলপোখারিতে, সিনিয়র নেতা ডঃ বাবুরাম ভট্টরায় এর নেতৃত্বে কালিমাটিতে ও ভাইস চেয়ারম্যান নারায়ণকালি শ্রেষ্ঠ এর নেতৃত্বে কোটেশ্বরে র‍্যালি বের হয়। মাধেস ভিত্তিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাও বাবর মহলে র‍্যালি বের করে। ললিতপুর ও ভক্তপুর থেকেও র‍্যালি বের হয়। র‍্যালিগুলো খুলামঞ্চে গিয়ে মিলিত হবে এবং জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, গণপরিষদে গৃহীত ভোটের প্রক্রিয়া বাতিল ও পূর্বের চুক্তি অনুযায়ী সর্বসম্মতিক্রমে সংবিধানের খসড়া প্রণয়নের দাবীতে ও নিজেদের শক্তি প্রদর্শনের জন্যেই র‍্যালি বের করা হয়।

সূত্রঃ satp.org


পেরুর লাল সংবাদ –

পেরুর লাল সংবাদ – 

প্লাসপেট্রোল বিরোধী আন্দোলনের সংগঠককে লিমা থেকে গ্রেফতার করেছে।

1470764

DIRCOTE. VRAE (Valley of the Apurimac and Ene Rive) সশস্ত্র দলের সাথে যোগসূত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

nuñez-300x280

সুত্র – signalfire.org