মাওবাদী সন্দেহে আসামের রূপাছড়ায় গ্রেফতার আরো ৩ যুবক

01_TH_SUSPECT_PTI6__136811f

 

ভারত

গত বুধবার সকালে  মাওবাদী সন্দেহে আসামের বরাক উপত্যকার রূপাছড়া গ্রাম থেকে আরো তিনজন আদিবাসী যুবকদের আটক করলো পুলিশ । যুবক তিনজন মনু উরাঙ, মঞ্জু সাঁওতাল, সুমন উরাঙ। ইতিপূর্বে বরসিঙ তেরন, নরেন উরাঙ আর অর্জুন উরাঙ নামে তিনজনকে আটক করেছিলো কাছাড় পুলিশ।

এদিকে নরেনদের বিনা শর্তে মুক্তি প্রদান সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশী নির্যাতনের অভিযোগ এনে তা বন্ধ করার দাবীতে গত ৩ মার্চ শিলচরে ভারতীয় কৃষক শ্রমিক মহা সমিতির বিক্ষোভে সুমন অগ্রণী ভূমিকা নিয়েছিল বলে জানা গেছে ।

( উল্লেখ্য যে, এই আদিবাসী যুবকরা দীর্ঘদিন থেকে বনের উপর অধিকারের জন্য লড়াই করে আসছিল। স্থানীয় বনবিভাগের মদতে বনমাফিয়ারা একচেটিয়া লুণ্ঠন চালিয়ে আসছিল। এছাড়াও পাথর কুয়ারিতে মজুরি বৃদ্ধি আর গামের রাস্তাঘাট নিয়ে টানা আন্দোলন পাথর মাফিয়াদেরও আতঙ্কিত করেছিল। যারা গ্রেপ্তার হয়েছেন এরা সবাই খেটে খাওয়া মজুর )

সূত্র –  http://samayikprasanga.in/epaper.php?pn=2


রোজাভায় যাওয়ার পূর্বে কমরেডদের লেখা ইভানা হফম্যানের শেষ চিঠি

 images

Ivana-Hoffmann

নোট– কমরেড ইভানা হফমান, MLKP(Marxist Leninist Communist Party Turkey) এর একজন নারী কমরেড, আই এস বিরোধী যুদ্ধে তিনিই প্রথম পশ্চিমা নারী শহীদ। আমৃত্যু সমাজ পরিবর্তনের জন্যে শেষ বুলেটটি ছোঁড়া পর্যন্ত তিনি লড়ে গেছেন। রোজাভার  যুদ্ধে যাওয়ার আগে কমরেডদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি –

পার্টির কমরেডগণ,

সবচেয়ে সুন্দর রং গুলোকে আমি আর আলাদা করতে পারিনা, আমার ত্বকের উপর শহরের বাতাসের স্পর্শকে আমি আর অনুভব করতে পারিনা, পাখিদের গানকে এখন মুক্তির ডাক বলে মনে হয়। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, দীর্ঘ দিন দীর্ঘ রাত্রি ধরে মাথার ভেতর আমি এই ভাবনাগুলো নিয়ে ঘুরেছি এবং আমার সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে  কাজটি সম্পন্ন করার সময় এসেছে আজ। ফোরাত নদীর স্রোতের মতই শক্তিশালী এ ইচ্ছাশক্তি। আমি রোজাভা বিপ্লবের একটি অংশ হতে চাই, আমি বিকশিত হতে চাই। সকল নির্যাতিত জনগণকে একত্রিত করেছে যে যুদ্ধ, এ ছয় মাসে সেই যুদ্ধটার সাথে আমি পরিচিত হতে চাই আর রোজাভা বিপ্লবকে বুঝতে চাই যে বিপ্লবকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। আমি জানি আমি কী উদ্দেশ্যে যাচ্ছি আর এই যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি প্রতিকূলতা আসবে, আমার নিজের ভেতরে কী ধরনের পুঁজিবাদী বৈশিষ্ট্য নিহিত রয়েছে, সে বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি এগুলোর সাথে লড়াই করে যাব।

নিজের হাতে অস্ত্র নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রোজাভা বিপ্লবের জন্য যুদ্ধ করার  অনুভূতি কেমন, সেই অভিজ্ঞতা আমি অর্জন করব। জীবনকে আমি ভিন্নভাবে অনুভব করতে চাই, অনেক বেশী তীব্রভাবে ও সংগঠিত হয়ে। আমার হয়তো  সীমাবদ্ধতা থাকবে, হয়তো পিছিয়ে পড়ব কিন্তু আমি কোনদিন লড়াইয়ের মানসিকতা বিসর্জন দেব না। লড়াই আমি চালিয়ে যাব। আমাকে কোন কিছুই এখানে ধরে রাখতে পারছে না। আমার বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, বাবারা ও কমরেডরা পুঁজিবাদের হাত থেকে স্বাধীনতা লাভের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছে তা আমার পক্ষে নিষ্ক্রিয়ভাবে তাকিয়ে দেখা সম্ভব নয়। আমি পার্টির আন্তর্জাতিকতাবাদকে প্রতিনিধিত্ব করব এবং পার্টির সশস্ত্র ও সংগঠিত আন্দোলনের অংশ হিসেবে নিজেকে নিয়োজিত করব। যেদিন আমি ফিরে আসব সেদিন আমার কমরেডদের মাঝে, আমার চারপাশে আমি ছড়িয়ে দেব লড়াইয়ের মানসিকতা আর ইচ্ছাশক্তি। আমি হব সুন্দর গানের মত, যার মাধুর্যে সবাই বিমোহিত হয়। আমি হব প্রীতি ও আশায় পরিপূর্ণ  একজন গেরিলা।

আমাদের পার্টি দীর্ঘজীবী হোক।

বিপ্লব দীর্ঘজীবী হোক।

সমাজতন্ত্র দীর্ঘজীবী হোক।

তোমাদের কমরেড ইভানা হফম্যান     

সুত্র – signalfire.org


আর্মেনীয় গণহত্যা সম্পর্কে সচেতনতা আনছে- আল জাজিরা


শ্রীলঙ্কার লাল সংবাদ – “ব্রিটিশ তামিল ফোরাম (BTF) এর বিবৃতি”

2caf929631f935328d5a28243dee3aa0


19_11_08_uk_01_72747_445

 

 

লন্ডনে উদযাপিত কমনওয়েলথ দিবসে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মৈথ্রিপলা সিরিসেনার যোগদানের প্রতিবাদে ৯ই মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এলটিটিই পন্থী ব্রিটিশ তামিলদের একটি দল জমায়েত হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রতিবাদকারীদের দেখতে পেয়ে প্রেসিডেন্ট সিরিসেনা তার গাড়িবহর থেকে নেমে আসেন এবং তাদের উদ্দেশ্যে হাট নেড়ে অভিবাদন জানান। প্রেসিডেন্টের কমনওয়েলথ অনুষ্ঠানে যোগদানের প্রতিবাদের উদ্যোক্তা ব্রিটিশ তামিল ফোরাম (BTF)

ব্রিটিশ তামিল ফোরাম জানায়, “১৩তম সংশোধনীর ভিত্তিতে কোন ধরনের রাজনৈতিক মীমাংসা প্রত্যাখান করেছে তামিলরা- এটি তামিলদের দ্বন্দ্বের কারণগুলোকে চিহ্নিত করেনা এবং দ্বীপের ভেতর তামিল জাতীয়তাবাদী স্বার্থ রক্ষার্থেও এটির কোন ভূমিকা নেই।”

সুত্র – satp.org

ব্রিটিশ তামিল ফোরাম (BTF) এর বিবৃতি – 

Tamils reject any political solution based on the 13th amendment – it neither addresses the root cause of the conflict nor safeguards the Tamil national interest on the island.

The 13th Amendment to the constitution, entrenched in the unitary state-centric model, cannot address the legitimate aspirations of the Tamil speaking people in Sri Lanka.

This amendment to the constitution is not in any way a starting point, an interim or a final solution to the conflict and it prevents any lasting negotiated settlement, reached with the support of the International Community.  The British Tamils Forum strongly denounces any efforts to impose this unsupported and failed political response, which was reached for the benefit and interest of two countries – India and Sri Lanka – without consulting the Tamil Nation.

The 13th  Amendment has several flaws: executive power will be exercised by a Provincial Governor appointed by the President; public services in the province will be controlled by the Governor; the President has the power to dissolve the Provincial Council; the Governor is not duty bound to the advice or instructions of the Chief Minister; the executive power of the Governor is subject to the control of the President; the Provincial Council cannot access the Provincial Fund without the sanction of the Governor; power over the police and public order is retained by the President; and the Disposition of State Land is also in the hands of the President; among many others.

Due to these flaws and inadequate provisions, it has been consistently rejected by the Tamil people and political leadership at several democratic stages, in the past and at present, ever since this bilateral agreement was signed between India and Sri Lanka.

The genocidal actions – pogroms, massacres, colonisation, land dispossession – committed by the Sri Lankan state in the Tamil homelands even under the current provincial council system foreshadow the realities of life following the 13th amendment.

All those who seek a genuine solution to the Tamil question must remain vigilant against falling into the traps that have been set by the Sri Lankan state and certain external forces to impose the 13th Amendment or a watered-down version of 13th Amendment upon the Tamils.

The Sri Lankan state, through its hard-line allies and ultra nationalist forces, has initiated a political campaign encouraging hard-line views and xenophobic sentiments on the 13th Amendment, with a view to diluting the amendment even further to its interest, before thrusting it upon the Tamils. This is clearly visible to observers of contemporary southern politics.

In the contrast, certain external actors who aspire to play the role of ‘saviour’ in the Tamil-Sinhalese political arena are pushing for implementation of the 13th Amendment in its entirety, in the pretext of rescuing the Tamils in Sri Lanka.

On these grounds, the British Tamils Forum stands in solidarity with our people in our Tamil Homeland and state that any political initiatives grounded in the 13th Amendment cannot be feasible and will not create an enduring peace in Sri Lanka.

The British Tamils Forum insists that any political solution to the Tamil National Question has to be conducted through an internationally mediated referendum – only this can lay the foundation for a lasting peace and satisfy the socio-political and economic aspirations of the Tamils in the island of Sri Lanka.

সূত্র – https://www.colombotelegraph.com/index.php/british-tamils-forum-rejects-any-political-solution-based-on-the-13th-amendment/


পশ্চিম তুরস্কে আইএসআইএল (Islamic State of Iraq and the Levant) বিরোধী প্রতিবাদ সমাবেশে এগারো জন আটক

 n_79502_1

10405676_976413155702454_5313717097509866950_n

সিরিয়ায় আইএসআইএল (ISIL) এর বিরুদ্ধে যুদ্ধে নিহত প্রথম পশ্চিমা নারী যোদ্ধা ইভানা হফম্যানের স্মরণে ইজমিরের পশ্চিম তুর্কি শহরে অনুষ্ঠিত এক সমাবেশে আজ এগারো জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা ইভানা হফম্যানের স্মৃতির উদ্দেশ্যে একটি তাঁবু স্থাপনের জন্য আলসানকাক এলাকায় সমবেত হয়। এগারো জনকে আটক করার পূর্বে সমাবেশটিকে অন্যায্য আখ্যা দিয়ে পুলিশ দলটিকে ছত্রভঙ্গ হয়ে যেতে নির্দেশ দেয় ও তাঁবু ও পোস্টার সরিয়ে ফেলে। ৭ মার্চ উত্তর পূর্ব সিরিয়ায় YPG (the Kurdish Peoples Protection Units) এ যুদ্ধরত ১৯ বছর বয়সী জার্মান নাগরিক ইভানা হফম্যান নিহত হন।

সূত্রঃ hurriyetdailynews.com