ভারতঃ আগামীকাল ৬ অগাস্ট ছত্তিসগড়, বিহার ও ঝাড়খণ্ডে বন্ধ ডেকেছে মাওবাদীরা

26naxal

রায়পুরঃ গত ২৫শে জুলাই ঝাড়খন্ডের আঞ্চলিক সদস্যকে ভুয়া বন্দুকযুদ্ধে হত্যার প্রতিবাদে আগামীকাল ৬ অগাস্ট ছত্তিসগড়, ঝাড়খণ্ড-বিহারে বন্ধ ডেকেছে সিপিআই (মাওবাদী)।

সিপিআই (মাওবাদী) এর বিহার-ঝাড়খণ্ড বিশেষ এরিয়া কমিটি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাওবাদীরা বলেছে গত ২৫শে জুলাই ঝাড়খণ্ডের গুমলা জেলার চৈনপুরের দীপাতলী গ্রামে এক ভুয়া বন্দুকযুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তাদের আঞ্চলিক সদস্য ডাঃ শিবনন্দন ভগত ওরফে সিলভেস্টার মিঞ্জ এর হত্যার প্রতিবাদে আগামীকাল ৬ অগাস্ট তিনটি রাজ্যে ২৪ ঘন্টার বন্ধ পালিত হবে।

প্রেস বিবৃতিতে বলা হয়, “সাব জোনাল কমান্ডার কমরেড দিলওয়ারের গ্রেফতারের পর, ভোর ৪টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিলভেস্টারকে ঘুম থেকে তুলে তাকে গুলি করে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতি নিন্দা জানিয়ে আমরা নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এর প্রতিবাদে  আহ্বান করছি।”

হাসপাতাল, এ্যাম্বুলেন্স, ওষুধের দোকান ও পানি সরবরাহ এই বনধ এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে মাওবাদীরা।

সূত্রঃ http://timesofindia.indiatimes.com/india/Maoist-call-for-bandh-in-Chhattisagrh-Bihar-Jharkhand-on-August-6/articleshow/48358600.cms



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.