কমিউনিস্ট পিকেকে গেরিলাদের হামলায় ২ তুর্কি পুলিশ নিহত

পিকেকে গেরিলাদের হামলা

পিকেকে গেরিলাদের হামলা

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলাদের হামলায় তুরস্কের দুই পুলিশসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আলাদা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তুরস্কের আদানা প্রদেশের পোজান্তি জেলার একটি থানায় আজ (শুক্রবার) পিকেকে গেরিলাদের হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে দুই গেরিলাও নিহত হয়।

এদিকে, পূর্বাঞ্চলীয় কার্স প্রদেশের সারিকামিস জেলায় গতকাল অন্য এক হামলায় তুরস্কের এক রেলওয়ে কর্মী নিহত হয়। এ হামলায় অন্য এক ব্যক্তি আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর গুনাই ওজদেমির এ খবর নিশ্চিত করেছেন। হামলার সময় একদল রেলওয়ে কর্মী সেখানে রেল লাইন সংস্কারের কাজ করছিল। এর আগে সেখানে পিকেকে গেরিলারা বোমা হামলা চালায়।

অন্যদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে মুখোশধারী গেরিলাদের অন্য এক হামলায় দুজন আহত হয়েছে। সম্প্রতি, আইএসআইএল সন্ত্রাসী এবং পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ধরপাকড় ও সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। এর প্রতিবাদে পিকেকে গেরিলারা গোপন হামলা শুরু করেছে।

সূত্রঃ http://news.yahoo.com/two-turkish-police-killed-gun-attack-blamed-pkk-065659922.html


কুর্দিদের ওপর প্রতিশোধ নিতেই ইরাক-সিরিয়ায় হামলা চালাচ্ছে তুরস্ক

dc2c0e0129c6e2f416dc83cc55f533b5_XL

কুর্দিদের ওপর প্রতিশোধ নিতেই তুরস্ক সরকার ইরাক ও সিরিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির বিরোধীদল। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কুর্দি পন্থী বিরোধীদলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে আইএসের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলা কেবলই লোক দেখানো।

ইরাক সীমান্তবর্তী তুরস্কের সিরনাক শহরে বৃহস্পতিবার বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী। কুর্দি অধ্যুষিত এলাকাটিতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি- পিকেকের সমর্থকদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে তিন তুর্কি সেনা নিহত হয় বলে জানানো হয়।

এর আগে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইস্তাম্বুলের বাস এবং পাতাল রেলে ক্ষুব্ধ কুর্দিরা হামলা চালাতে পারে। এরপরই দেশটির সেনাবাহিনী সিরনাকে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়।

অবশ্য তুরস্কের এইসব হামলা কুর্দিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই বলে অভিযোগ করেছেন, কুর্দিপন্থী বিরোধীদল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা দেমিরতাস। রাজনৈতিক স্বার্থে কুর্দিদের ওপর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান চড়াও হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গত জুনে জাতীয় নির্বাচনে কুর্দিদের অংশগ্রহণে রিসেপ তাইয়েপ এরদোয়ানের একেপি দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার প্রতিশোধ নিতেই জঙ্গিবাদের বিরুদ্ধে হামলার নামে কুর্দিদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা সালেহাত্তিন দেমিরতাস বলেন, ‘আইএস দমনে তুরস্কে সে বিমান হামলার কথা বলছে তা কেবলই লোক দেখানো। এসব হামলায় আইএসের কোনো ক্ষতিই হয়নি। কারণ আইএস দমন তুরস্কের সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য কুর্দিদের দমন করা। কেবলমাত্র রাজনৈতিকভাবে হিংসাপরায়ণ হয়েই তারা কুর্দিদের ওপর হামলা করছে।’

সূত্রঃ http://somoynews.tv/pages/details/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95


ভারতঃ ওডিশা-ছত্তিসগড় সীমান্তে এনকাউন্টারে তিন মাওবাদী নিহত

maoists_30296f

কটক: ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল তিন মাওবাদীর৷ নিহতদের মধ্যে রয়েছে দুই নারী মাওবাদী৷ শুক্রবার মালকালগিরি-ছত্তিশগড় সীমান্তে এই এনকাউন্টার হয়৷ নিহত মাওবাদীদের কাছ থেকে দুটি এসএলআর রাইফেল এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানায় ওড়িশার পুলিশের ডিজিপি সঞ্জিব মারিক।

ডিজিপি আরো জানায়, ছত্তিশগড় সীমান্তে তানডিকি গ্রামের কাছে বনাঞ্চলের মধ্যে মাওবাদীরা বৈঠক করছে বলে গোপনসূত্রে খবর পায় পুলিশ৷ খবর পেয়েই হানা দেয় এসওজি, রাজ্য পুলিশ ও মালকানগিরি এসপি মিত্রভানু মহাপাত্রের নেতৃত্বাধীন ডিসট্রিক্ট ভলেনটিয়ার ফোর্সের একটি দল৷ এনকাউন্টারে মৃত্যু হয় তিন মাওবাদীর৷ এলাকায় চলছে তল্লাশি৷

সূত্রঃ http://odishasuntimes.com/2015/07/31/3-maoists-killed-in-encounter-on-odisha-chhattisgarh-border/


ভিডিওঃ আন্তর্জাতিকতাবাদী মুক্ত ব্রিগেড

পূর্ব সূত্রঃ https://lalshongbad.wordpress.com/2015/06/14/rojava/


ইরাকের কুর্দিস্তানে কমিউনিস্ট গেরিলাদের উপর হামলা চালাল তুর্কি ৩০ জঙ্গি বিমান

0,,18606820_303,00

ইরানের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের কমিউনিস্ট পিকেকে গেরিলা অবস্থানগুলোর বিরুদ্ধে বোমা হামলা করেছে অন্তত ৩০টি তুর্কি সামরিক বিমান। তুর্কি বেসরকারি চ্যানেল এনটিভি এবং সিএনএন-তুর্ক টিভি এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, তুর্কি বিমান বাহিনীর অন্তত ৩০টি এফ-১৬ জঙ্গিবিমান এ হামলায় অংশ নিয়েছে। ইরাকি কুর্দিস্তানের পাঁচটি এলাকার ওপর এ হামলা চালানোর খবর দেয়া হয়েছে। হামলায় পিকেকে’র ঘাটি, অস্ত্র ও গোলা-বারুদের মজুত ধ্বংস করা হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে।

গত সপ্তাহ থেকে সিরিয়ায় আইএসআইএল অবস্থান এবং ইরাকের পিকেকে অবস্থানের বিরুদ্ধে একযোগে বিমান হামলা শুরু করেছে তুরস্ক।

সূত্রঃ http://news.xinhuanet.com/english/2015-07/30/c_134464747.htm


তুরস্কে কমিউনিস্ট পিকেকে গেরিলাদের হামলায় ৩ সেনা ও ১ পুলিশ নিহত

_84573766_84542769

কুর্দি জনগণের উপর তুরস্ক সরকারের বিমান হামলার প্রতিবাদে কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে কমিউনিস্ট পিকেকে গেরিলাদের হামলায় ৩ সেনা ওঁ এক পুলিশ নিহত হয়েছে।

দিয়ারবেকির অঞ্চলের একটি চায়ের দোকানে কমিউনিস্টরা হামলা চালালে এই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এ হামলার সঙ্গে পিকেকে জড়িত বলে তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অভিযোগ করেছে।

এদিকে, দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিরনাক অঞ্চলের সিজরি শহরে তুর্কি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক পিকেকে সদস্য নিহত হয়েছে।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিরনাক অঞ্চলে আর্মি ব্যাটেলিয়নের উপর পিকেকে গেরিলাদের হামলায় ৩ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর কম্যান্ডো, ড্রোন, হেলিকপ্টার গানশিপ দিয়ে পিকেকের বিরুদ্ধে অভিযান চলছে।

তুরস্ক সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে আইএসআইএল এবং উত্তরাঞ্চলীয় ইরাকের পিকেকে’র অবস্থানের ওপর সামরিক হামলা শুরু করেছে।

সন্ত্রাসবাদ দমনের আড়ালে কুর্দি কমিউনিস্ট দল পিকেকে কে দমনের জন্যই তুর্কি সরকার সিরিয়ায় আইএসআইএল-অবস্থানে হামলা চালাচ্ছে বলে অনেকেই মনে করছেন। অন্য কথায় তাদের মতে আইএসআইএল-অবস্থানে তুর্কি হামলার বিষয়টি একটি আই-ওয়াশ মাত্র। কারণ, তুর্কি সরকার আইএসআইএল-কে নানা সময়ে অস্ত্রসহ নানা ক্ষেত্রে সহায়তা দিয়ে এসেছে বলে নানা তথ্য-প্রমাণ প্রকাশিত হয়েছে।

সূত্রঃ http://www.reuters.com/article/2015/07/30/us-mideast-crisis-turkey-attack-idUSKCN0Q412W20150730

http://www.bbc.com/news/world-middle-east-33719831


কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলা জোরদার

Turkish-F-16_3386016c

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দি কমিউনিস্ট গেরিলাদের(পিকেকে-PKK) সাথে শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়ার পর ইরাকের উত্তরাঞ্চলে অবস্থান নিয়ে থাকা পিকেকে যোদ্ধাদের ওপর বিমান হামলা জোরদার করেছে তুরস্ক। আইএস বিরোধী কুর্দিদের ওপর হামলাকে তুরস্কের কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন ইরানি সেনা প্রধান।

31-Turkey-Blast-EPA-v2
ইরকের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকা আমাদিয়া এখন প্রায় জনশূন্য। কমিউনিস্ট কুর্দি গেরিলাদের দমনের নামে গত রোববার থেকে এখানে বিমান হামলা শুরু করে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি–পিকেকে-র সাথে শান্তি আলোচনা নয়। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর বুধবার রাত থেকে বিমান হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয় তুরস্ক। প্রাণভয়ে এলাকাটি ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয় এক ব্যক্তি বলেন, “বিমান হামলার ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে গ্রামের অর্ধেক মানুষ। ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে আমাদের। সারাক্ষণই উৎকণ্ঠায় দিন কাটছে। আমরা চাই তুরস্ক সরকার আর পিকেকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে।”

অপর এক ব্যক্তি বলেন, “আমার পাশের বাড়িতেই বোমা হামলা হয়েছে। এতে ক্ষতি হয়েছে আমার বাড়িরও। এরকম চলতে থাকলে কোন মানুষই থাকতে পারবে না এই গ্রামে।”

তুরস্কের পক্ষ থেকে সেদেশের কুর্দীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হলেও ইরান কুর্দীদের গণ্য করছে আইএস বিরোধী শক্তি হিসেবে। কুর্দি বাহিনীর ওপর এ ধরনের হামলাকে তুরস্কের কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি।

সূত্রঃ http://somoynews.tv/pages/details/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0


ভারতঃ ‘রাষ্ট্র বিশ্বায়নের একটি এজেন্ট’ – কবি ভারাভারা রাও

কবি ও লেখক ভারাভারা রাও

কবিলেখক ভারাভারা রাও

কবি ও লেখক ভারাভারা রাও বলেছেন, এদেশে বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটি মডেল দাঁড় করাতে সক্ষম হয়েছে মাওবাদী পার্টি।

মঙ্গলবার শহীদ স্মরণ সপ্তাহ পালন উপলক্ষ্যে এক বক্তব্য প্রদান কালে তিনি বলেন, মাওবাদীরা শোষণমুক্ত, নিপীড়নমুক্ত ও ব্যক্তি সম্পত্তি মুক্ত একটি আত্মনির্ভরশীল সমাজের স্বপ্ন দেখেছিল।

তিনি বলেন, “বিশ্বায়নের নীতিমালাকে ছড়িয়ে দেয়ার এজেন্টে পরিণত হয়েছে রাষ্ট্র। মাওবাদীরাই একমাত্র পার্টি যারা বিশ্বায়নের নীতিমালার বিরুদ্ধে লড়াই করছে। এদেশের অরণ্য এলাকাগুলো কর্পোরেটদের হুমকির মুখে পড়েছে, কারণ ঐসব এলাকায় প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে এবং সস্তায় শ্রমিক পাওয়া যায়। এ কারণে অরণ্য এলাকা মাওবাদীদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু”।

তিনি উল্লেখ করেন, “সংবিধানে অরণ্যের সম্পদের উপর আদিবাসীদের অধিকার দেয়া হলেও দেশের অধিকাংশ অরণ্য যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে”। তিনি আরো বলেন, গ্রিন হান্ট, থান্ডারবোল্ট ও বিজয়া ইত্যাদি অপারেশনের নামে দরিদ্র আদিবাসীদের উপর সহিংসতা চালাচ্ছে রাষ্ট্র।তিনি বলেন, আপাতবিরোধী হলেও এটা সত্য যে একটি গণতান্ত্রিক দেশের গোটা উত্তর-পূর্ব ও কাশ্মিরে শাসন চালাচ্ছে আর্মি। তিনি বলেন যতদিন শ্রেণী থাকবে ততদিন শ্রেণী সংগ্রাম থাকবে।

জনগণ যে শোষণ ও নিপীড়নকে জয় করতে পারে তার মডেল হল ছত্তিসগড়ের দণ্ডকারণ্যে মাওবাদী পার্টির গঠিত সরকার।

ওয়েস্টার্ন ঘাট এলাকায় মাওবাদী কার্যক্রমের প্রশংসা করে লেখক বলেন ঝাড়খণ্ড, ছত্তিসগড় ও ওয়েস্টার্ন ঘাটে পার্টি তাদের ঘাঁটি বিস্তার করার প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “মাওবাদী কর্মী ভার্ঘিসের সময় থেকে ওয়েস্টার্ন ঘাট এলাকায় সশস্ত্র সংগ্রামের ধারা চলে এসেছে। সরকার অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে এই সংগ্রামকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। সাম্প্রতিককালে, তারা মুরালি, রূপেশ ও সাইনার মত নেতাদের গ্রেফতার করেছে। এই গ্রেফতারের ফলে আন্দোলন বাধাগ্রস্ত হলেও তারা পুনরায় সংগঠিত হয়ে পাল্টা আঘাত হানবে”।

পরাত্তাম এম এন রাভুন্নি এর নেতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সূত্রঃ

http://www.thehindu.com/news/national/kerala/state-an-agent-of-globalisation/article7475974.ece


বিপ্লবের গান – ‘বিপ্লবের রক্ত রাঙা ঝাণ্ডা উড়ে আকাশে, সর্বহারা জনতা জিন্দাবাদ বাতাসে’

fist-fight-red-communism-revolution-socialism


যে স্থানটিতে আইএস জঙ্গিরা জনগণকে জবাই ও নির্যাতন করেছিল, ঠিক একই স্থানে YPG যোদ্ধারা আইএসের পতাকা নামিয়ে ফেলে নিজেদের পতাকা উত্তোলন করে।
উল্লেখ যে, গত ২৭শে জুলাই কুর্দি YPG এর গেরিলা বাহিনী রণকৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সারিন শহরটি আইএসের কাছ থেকে মুক্ত করে।

YPG, কমিউনিস্ট দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি(পিকেকে-PKK) এর সহযোদ্ধা সংগঠন।

tumblr_ns9bbkuldW1sx76vio1_400

tumblr_ns9bbkuldW1sx76vio2_400