মজলুম আক্তাস অমর!

1656085_1130200166994241_1441730902592238362_n

11206028_401930036661731_564660211061173971_n

গত ১৮ই জুন ২০১৫ কোবানি ক্যান্টন ও রাক্কার মধ্যবর্তী গ্রামে শহীদ হওয়া কমরেড মজলুম আক্তাস(হালিল আক্সাকাই) এর মৃত্যুতে আমরা বন্ধু ও কমরেডরা গভীর দুঃখ প্রকাশ করছি।

শহীদ মজলুম আক্তাস ছিলেন mlcp এর একজন সশস্ত্র যোদ্ধা ও আন্তর্জাতিক মুক্তি ব্যাটেলিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য। তার মৃত্যুকে মেনে নেয়া আমাদের জন্য খুবই কষ্টকর। তার অভিজ্ঞতা, পেশাদারিত্ব, জনগণ ও বিপ্লবের প্রতি ভালোবাসা, কমরেড সুলভ উদারতার জন্য তিনি আমাদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা যে প্রয়োজনে এই যুদ্ধ করছি, এতে তার আদর্শ ও মান আমাদের জন্য এক বড় নিদর্শন।

মজলুম আক্তাস অমর হয়ে থাকবেন কারণ হাজার হাজার কমরেড ও জনগণ, যারা সমাজতান্ত্রিক মধ্যপ্রাচ্য ও বিশ্ব কমিউনিস্ট বিপ্লবের জন্য তার স্বপ্নকে বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রাখবেন, তারা তাকে কখনোই ভুলবে না।

রোজাভা বিপ্লবে, আইএস বিরোধী যুদ্ধে তিনি একজন আরব হিসেবে আরবের মাটিতেই শহীদ হয়েছেন।

তাঁর মৃত্যু, এই এলাকায় আরব এবং কুর্দি জনগণের ভ্রাতৃত্ববোধকে প্রভাবিত করবে।

যে বিপ্লবের জন্য তিনি বেঁচে ছিলেন ও মারা যান, আমরা সেই বিপ্লবকে রক্ষা ও অব্যাহত রাখার দায়িত্ব নেব।” – এটা তার পরিবার, বন্ধু, কমরেড ও রোজাভার জনগণের কাছে আমাদের শপথ।

সুত্রঃ International freedom battalion


কলম্বিয়ায় তেলের পাইপলাইন উড়িয়ে দিয়েছে মার্কসবাদী ফার্ক গেরিলারা

oil_attack

কলম্বিয়ার মার্কসবাদী ফার্ক গেরিলা গোষ্ঠী ফার্ক দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলের পাইপ লাইন উড়িয়ে দিয়েছে।

farc

গেল মঙ্গলবারই রাজধানী বোগোটার উত্তর পূর্ব অঞ্চল তিয়োরামায় লিমন কোভেনাস তেলপাইপলাইনে হামলা চালায় গেরিলারা। এরপরপরই টিবু পৌর এলাকায় ঐ তেল পাইপলাইনের আরেক অংশে বোমা হামলা চালায় ফার্ক গেরিলারা। ঐ এলাকার সেনা কমান্ডারের দাবি ফার্ক গেরিলারাই এ হামলা চালিয়েছে। তবে ঠিক কি পরিমাণ তেল নষ্ট হয়েছে তা এখনও জানা যায়নি। লিমন কোভেনাস ভেনেজুয়েলার সীমান্ত বন্দর কোভেনাস থেকে প্রতিদিন প্রায় ৮০ হাজার ব্যারেল তেল সরবরাহ করে থাকে।
কলম্বিয়ার উত্তরাঞ্চলে কাটাটম্বু পৌরসভায় এ হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা বুধবার পরিবেশ বিপর্যয় ঠেকাতে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া গেরিলারা মঙ্গলবার পৃথক এক হামলায় চার সৈন্যকে হত্যা ও আরো চার জনকে আহত করেছে।
গত ২২ মে ফার্ক (রিভ্যুলিশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) তার একতরফা অস্ত্রবিরতি প্রত্যাহার করে নেয়ার পর তারা অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে।
এর আগে তারা গত ১২ জুন তেলের পাইপলাইনে হামলা চালিয়েছে।
ফার্ক গেরিলা গোষ্ঠী গত ডিসেম্বরে একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করে। কিন্তু মে মাসে তারা অতর্কিত হামলা চালিয়ে ১১ সৈন্যকে হত্যা করে।
এরপর বিমান সেনার অভিযানে ১৮জন গেরিলা নিহত হয়।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ফার্ক গঠিত হওয়ার পর থেকে কলম্বিয়ায় রাষ্ট্র ও গেরিলাদের সংঘর্ষে দুই লাখেরও বেশি লোক নিহত ও ৬০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

সুত্রঃ http://colombiareports.com/farc-attack-forces-ecopetrol-to-suspend-operations-in-northeast-colombia/


আমার নিজের জন্য নির্দেশনা: চৌ এন লাই

271868139_53988660f0

চীন বিপ্লবের মহান নায়ক কমরেড চৌ এন লাই এক সময় চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চীনে গণপ্রজাতন্ত্র গঠিত হবার পরে তিনি এ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪৩ সালের ১৮ মার্চ “Guidelines for Myselfs” শিরোনামে নিজের কাজের জন্য নির্দেশনামূলক ছোট কিন্তু খুবই উপযোগী একটি তালিকা প্রণয়ন করেন। এতে মোট ৭টি নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাজনৈতিক নীতি আদর্শকে ঠিক রেখে তার নিজের জন্য যে করণীয় সে বিষয়েই তিনি এতে আলোকপাত করেন।

নিচে করণীয় বা নির্দেশনাসমূহ তুলে ধরা হলো

১. পড়াশুনা করো একান্তভাবে বা অধ্যবসায়ের সাথে। বিভিন্ন বিষয়ে ভাসা ভাসা জ্ঞান অর্জন না করে যে কোন একটি বিষয়ে মন কেন্দ্রীভূত করে জ্ঞান অর্জনের চেষ্টা কর।

২. কাজ কর কঠোর পরিশ্রম করে। পরিকল্পনা প্রনয়ন কর। লক্ষ্য স্থির কর এবং পদ্ধতিমত কাজ করে যাও।

৩. কাজ ও পড়াশুনাকে এক সাথে এগিয়ে নাও। তাদের উভয়কে সময়, স্থান ও পরিস্থিতি ভেদে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার কর। এবং পর্যালোচনার ব্যবস্থা কর  ও সুসংবদ্ধ করে তোল। একই সাথে নতুন কিছু কর এবং সৃজনশীল হও।

৪. নিজের ভেতরে যে ভুল ধারনা বা দৃষ্টিভঙ্গি বা চিন্তা বা ভুল আদর্শিক ধারণা আছে এবং অন্যদের মধ্যেও যা  আছে তার বিরুদ্ধে ছাড় না দিয়ে নীতি বা মৌলিক নীতিকে অক্ষুণ্ন বা ঠিক রেখে কাজ কর।

৫. নিজের যে দুর্বলতা আছে তা থেকে রেহাই পেতে সুনির্দিষ্ট  প্রদক্ষেপ নাও এবং  নিজের যোগ্যতাকে যথাযোগ্যভাবে ব্যবহার কর।

৬. কখনোই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। জনগণের কাছ থেকে শিক্ষা নাও এবং তাদের সহযোগিতা কর। সবাইকে সাথে নিয়ে  জীবন এগিয়ে নাও। এবং তোমার নিজের চারপাশে যারা আছে তাদের ব্যাপারে খোঁজখবর নাও বা তাদের বিষয়ে জানার চেষ্টা কর। তাদের সমস্যা বিষয়ে ধারণা নাও। নিয়মনীতি মেনে চল।

৭. নিজেকে ঠিক রাখ বা স্বাস্থ্য ঠিক রাখ। ন্যায়ানুগ জীবনপদ্ধতি বেছে নাও। এভাবেই অগ্রগতির বাস্তবভিত্তি প্রতিষ্ঠিত হবে।

অনুবাদ: মিঠুন চাকমা

সূত্র: http://www.marxists.org/reference/archive/zhou-enlai/1943/03/18.htm


যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৩৩ জন বিচার বহির্ভূত হত্যার শিকার

justiceblind

যুক্তরাষ্ট্রে প্রতিদিন আগ্নেয়াস্ত্রের গুলিতে গড়ে ৩৩ জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। সম্প্রতি প্রকাশিত ফেডারেল প্রশাসনের একটি প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনের ফলাফল অনুযায়ী গত ১৯ জুনের আগ পর্যন্ত আড়াই বছরে বন্দুকের গুলিতে ২৯ হাজার ৭ শ’ ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর এই হতাহতের বড় একটি অংশ শিশু-কিশোর। শিক্ষা প্রতিষ্ঠান, চার্চ, রেস্টুরেন্ট ও জনসমাগমে এসব অতর্কিত হামলা হয়েছে।

সর্বশেষ সাউথ ক্যারোলাইনার চার্লস্টনে শত বছরের পুরনো গির্জায় এক বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হন।


ভারতঃ গুপ্তচরের চাকরিতে যোগ দিচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়াররা

IB

ইঞ্জিনিয়ার, ডাক্তার, MBA রা নাম লেখাচ্ছে IBতে। গুপ্তচর হিসাবে কাজ করতে চাইছে এরা।এমনটাই জানা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে। শুধুমাত্র চাকরির জন্যই যে এরা গুপ্তচর হিসাবে যোগ দিচ্ছে তাই নয়, এদের কেউ কেউ ভাল চাকরি ছেড়েও আসতে চাইছেন। এই সব তরুণ IB অফিসারদের দেশের উগ্রপন্থী ও মাওবাদী কার্যকলাপ রয়েছে এমন স্থানে অন্য কোন পেশার আড়ালে এদের কাজ করার জন্য পাঠান হবে। এরা প্রতিদিন  স্থানীয় SIB তে রিপোর্ট পাঠাবেন। সরকারের চোখ ও কান হিসাবে কাজ করবেন এই তরুণ অফিসাররা।

সূত্রঃ  http://satdin.in/?p=2409