ভারতঃ শীর্ষ মাওবাদী নেতাদের ধরতে ছবি সহ পোস্টার ছাপিয়েছে করিমনগর জেলা পুলিশ

28KNKMDHI-W026__HY_2455541f

শীর্ষ মাওবাদী নেতা মুপ্পালা লক্ষণ রাও ওরফে গণপতি সহ শীর্ষ মাওবাদী ক্যাডারদেরকে আত্মসমর্পণ করে সমাজের মূল ধারায় ফিরে আসার  আহ্বান জানিয়ে পোস্টার ছাপিয়েছে করিমনগর জেলা পুলিশ।

ঘটনাচক্রে, ৮ জন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ সিপিআই (মাওবাদী) এর মোট ১৯ জন মাওবাদী রয়েছে করিমনগর জেলার।

শীর্ষ মাওবাদী নেতা গণপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লোজুলা ভেনুগোপাল রাও ওরফে প্রহ্লাদ, পুল্লুরি প্রসাদ রাও ওরফে চন্দ্রান্না, টিপ্পরি ত্রিপতি ওরফে সাঞ্জীব, কাদরি সত্যনারায়ণা রেড্ডি ওরফে সাধু ও মল্লা রাজি রেড্ডি ওরফে সাথেন্না; প্রত্যেককে ধরিয়ে দিতে ২৫ লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশের পোস্টারে মাওবাদীদের বিভিন্ন দলম ও করিমনগর, খাম্মাম, ওয়ারাঙ্গাল অঞ্চল ও ছত্তিসগড় রাজ্যের ১১ জন মাওবাদীর ছবিও দেয়া হয়েছে যাদের প্রত্যেককে ধরিয়ে দিতে ৪ থেকে ৮ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পোস্টারে লেখা আছে “জঙ্গলের জীবন ত্যাগ করুন, সমাজের মূলধারায় আসুন”। করিমনগরের সব গুরুত্বপূর্ণ মাওবাদী নেতাদের ছবি সংবলিত এই পোস্টার পথচারীদের দৃষ্টি আকর্ষণের জন্য জেলার বিভিন্ন অংশে লাগিয়ে দেয়া হয়েছে।

পোস্টারে পুলিশের ফোন নম্বরও উল্লেখ করা হয়েছে এবং এলাকাবাসীর কাছে মাওবাদীদের ধরিয়ে দিতে পুলিশকে সতর্ক করতে আহ্বান জানানো হয়েছে।

পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডি জোয়েল দাভিস মাওবাদীদের আত্মসমর্পণ করে সরকারের পুনর্বাসনের আওতায় আসার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, পুরস্কারের অর্থ আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছে হস্তান্তর করা হবে। মাওবাদীরা যাতে আত্মসমর্পণ করে সেটি নিশ্চিত করতে তিনি মাওবাদীদের আত্মীয় স্বজন ও অন্যান্যদের প্রতিও আহ্বান জানান।

সূত্রঃ

http://www.thehindu.com/news/national/telangana/police-extend-olive-branch-to-top-maoists/article7366083.ece


যুক্তরাষ্ট্রঃ বর্ণবাদী কনফেডারেট পতাকা নামিয়ে ফেললেন আফ্রিকান বংশোদ্ভূত বিদ্রোহী মার্কিন নারী

image

concommenters0

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার আইনসভা ভবন থেকে কনফেডারেট পতাকা সরিয়ে নিয়েছেন এক বিক্ষোভকারী। বর্ণবাদের প্রতীক হিসেবে চিহ্নিত পতাকাটি নিয়ে চলমান বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটল।

অবশ্য গত শনিবার স্থানীয় সময় ভোরে পতাকাটি নামিয়ে ফেলার এক ঘণ্টার মধ্যেই সেখানে নতুন আরেকটি উত্তোলন করা হয়। পতাকা নামানোর ঘটনায় জড়িত কৃষ্ণাঙ্গ নারী ব্রি নিউসামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ ফুট উঁচু খুঁটি থেকে পতাকা নামাতে নিউসামকে সহায়তা করার অভিযোগে জেমস ইয়ান টাইসন নামের এক শ্বেতাঙ্গ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই গুরুত্বপূর্ণ স্থাপত্যের বিকৃতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

নিউসামকে গ্রেপ্তারের ঘণ্টাখানেকের মধ্যে তাঁর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন তোলে। ছবিতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা তাঁকে পেছনে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাচ্ছে। টুইটারে ফ্রিব্রি নামের হ্যাশটাগে হাজার মানুষ যোগ দেয়। অন্যদিকে অনলাইনভিত্তিক একটি জনহিতকর ওয়েবসাইট এক ঘণ্টারও কম সময়ে নিউসামের জামিনের জন্য ৮০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ করে। একই সঙ্গে ‘কৃষ্ণাঙ্গদের বেঁচে থাকার আন্দোলনে সরাসরি হিস্যা নিতে’ বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করতেও তহবিল জোগাড় করা হয়।

গত সপ্তাহে অঙ্গরাজ্যটির চার্লসটনে একটি গির্জায় এক শ্বেতাঙ্গের গুলিতে ৯ কৃষ্ণাঙ্গ নিহত হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ডিলান রুফের (২১) অনলাইনে পোস্ট করা অনেক ছবিতে কনফেডারেট পতাকা দেখা যায়। এর পর থেকে পতাকাটি নিয়ে দেশে-বিদেশে বিতর্ক জোরালো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় (১৮৬১-১৮৬৫ সাল) দাসপ্রথা বিলোপের প্রশ্নে দেশটি বিভক্ত হয়ে পড়ে। দক্ষিণের ১১টি রাজ্য কেন্দ্রের দাসপ্রথা বিলোপের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের ‘কনফেডারেট স্টেট অব আমেরিকা’ বলে ঘোষণা দেয়। এই কনফেডারেট রাজ্যগুলোর সেনাবাহিনীর পতাকাই কনফেডারেট পতাকা হিসেবে পরিচিত।

নিউসাম এক বিবৃতিতে শনিবার বলেছেন, ‘আমরা আজই পতাকা সরিয়ে নিয়েছি। কারণ, আমরা আর দেরি করতে পারছিলাম না। সময় এখন নতুন অধ্যায় সূচনা করার, যেখানে শ্বেতাঙ্গদের আধিপত্য নিরসনের ব্যাপারে সচেতন থাকতে হবে।’ 

সূত্রঃ

AFP

http://www.washingtonpost.com/news/post-nation/wp/2015/06/27/woman-takes-down-confederate-flag-in-front-of-south-carolina-statehouse/


মার্কিনীদের নিরাপত্তার প্রশ্নে ভয়ংকর বর্ণবৈষম্যবাদী শ্বেতাঙ্গরা

usa-white-24809

মার্কিনীদের নিরাপত্তার প্রশ্নে প্রতিশোধ পরায়ণ জঙ্গিগোষ্ঠীগুলোর চাইতেও বেশি ভয়ংকর বর্ণবৈষম্যবাদী শ্বেতাঙ্গরা। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার পর ঘটে যাওয়া ২৬টি মামলা পর্যবেক্ষণ করে গবেষকরা এই তথ্য জানিয়েছেন। নিউ আমেরিকান ফাউন্ডেশন নামের একটি সংস্থা এই গবেষণাটি চালিয়েছে।

তাদের হিসেব অনুযায়ী বিগত বছরগুলোতে ২৬ জন মার্কিন নাগরিক নিহত হয়েছে জঙ্গিদের হামলায়, অন্যদিকে শ্বেতাঙ্গদের বর্ণবাদী আচরণের বলি হতে হয়েছে ৪৮ জনকে। সম্প্রতি সাউথ ক্যারোলাইনাতে একটি চার্চে হামলা করে নয়জনকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ তরুণ ডিলান রুফ।

আটক হওয়ার পর সে স্বীকারোক্তি দেয় দেশে বর্ণবাদী অস্থিরতা সৃষ্টি করতেই হামলা চায় সে। এর আগে গত বছর শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মাইকেল ব্রাউনসহ কয়েকজন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর।

সূত্রঃ http://somoynews.tv/pages/details/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%82%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BE


বিদ্যুতের দাম বাড়ানোয় আরমেনিয়ায় হাজারো জনগণের বিক্ষোভ

m

images

2

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আরমেনিয়ায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার রাতে ইয়েরেভান শহরের রাস্তায় নেমে আসে এসব বিক্ষুব্ধ মানুষ।

এসময় তারা সরকারবিরোধী শ্লোগান দিতে থাকে। সাতদিন ধরে চলা এই বিক্ষোভ এই দিন সবচেয়ে বেগবান হয়। গত ১৭ জুন আরমেনীয় সরকার বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গত তিন বছরে তৃতীয়বারের মত বিদ্যুতের দাম বাড়ালো সরকার।

এরইমধ্যে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেন প্রেসিডেন্ট সের্জ সার্গসিয়ান। তবে, তা প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা।

সূত্রঃ http://www.aljazeera.com/news/2015/06/armenian-protesters-refuse-disperse-energy-hike-150628190738076.html


ভারতঃ দান্তেওয়াদায় মাওবাদী দম্পতি সহ ৩জন গ্রেফতার

343670-339001-maoists-2

রবিবার ছত্তিসগড়ের দান্তেওয়াদা জেলায় এক মাওবাদী দম্পতি সহ তিন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রত্যেককেই ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানায় পুলিশ।

দান্তেওয়াদার এসপি কামলোচন কাশ্যপ পিটিআই কে বলেন, গীদম থানাধীন কোরলাপল গ্রামের জঙ্গল থেকে জেলা পুলিশ ও সিআরপিএফ এর একটি যৌথ দল দুর্ধর্ষ মাওবাদী দম্পতি মল্লেশ ওরফে ধনসিং ও তার স্ত্রী সুকে ভেট্টিকে গ্রেফতার করে।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছত্তিসগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কোরলাপাল অঞ্চলে এ দম্পতিকে গ্রেফতার করার উদ্দেশ্যে চিরুনী অভিযান চালানো হয় ।

সূত্রঃ http://www.dnaindia.com/india/report-chhattisgarh-3-maoists-arrested-in-dantewada-district-2099710